পর্তুগালে বাংলাদেশি শিক্ষার্থীদের ভার্চ্যুয়াল পুনর্মিলনী

পর্তুগালে বাংলাদেশি শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার স্থানীয় সময় বেলা তিনটায় জুম অনলাইন অ্যাপের মাধ্যমে বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটি পর্তুগাল এ সভা আয়োজন করে।

পর্তুগালে লকডাউনের কারণে বিভিন্ন শহর থেকে জুম অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা যোগদান করেন। বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটি পর্তুগালের সভাপতি জহুরুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দীন, পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয়প্রধান আবদুল্লাহ আল রাজী।

উপস্থিত শিক্ষার্থীরা তাঁদের ব্যক্তিগত বিভিন্ন সুবিধা-অসুবিধা এবং সহযোগিতামূলক বিষয়ে বিভিন্ন কর্মপন্থা নিয়ে আলোচনা ও মতামত উপস্থাপন করেন। সব বিষয়ে উপস্থিত একে অপরের সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেন এবং একটি সুন্দর সংগঠন বাস্তবায়নে একমত পোষণ করেন।

রানা তসলিম উদ্দীন বলেন, ‘এ দেশে খুব কম খরচে পড়ালেখা করা যায় এবং সঙ্গে সঙ্গে ইউরোপের নাগরিক হওয়া যায় খুব সহজে। উচ্চশিক্ষা, চাকরি ও ব্যবসার অনেক সুযোগ রয়েছে পর্তুগালে। চাইলে এখানকার রাজনীতিতে অংশগ্রহণ করা যায়। সুতরাং আপনারা চাইলে মূল ধারায় কাজ করে নিজেকে আরও বিকশিত করতে পারেন।’

আবদুল্লাহ আল রাজী বলেন, ‘বাংলাদেশে ভিএফএসে ভিসা ফাইল জমা দেওয়া নিয়ে অনেক কাজ করেছি। দূতাবাস না হলেও ভিএফএস বা অন্য কোনো দূতাবাসের মাধ্যমে ভিসা বাংলাদেশেই জমা দিতে পারেন, তার জন্য জোর প্রচেষ্টা চলছে। আশা করি, কোনো একদিন এই সুখবর আপনারা পাবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিএইচডি ফেলো শিরিন আক্তার, সাফি, হাফিজ, তোফায়েল, তানিয়া, মাসুদ, মাস্টার্সের শিক্ষার্থী আল আমিন, এস এম তারিকুল হাসান আশিক, ব্যাচেলরের শিক্ষার্থী নজরুল, নাইম প্রমুখ।
লেখক: সমাজকর্মী