পুরোনো দিনের স্মৃতিকথা, পুরোনো দিনের ডায়েরি

ফাইল ছবি

লেখালেখি আবেগ ও মন থেকে আসে। যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন থেকেই লেখালেখির প্রতি অনেক ইচ্ছা। পড়াশোনার চাপ, পাশাপাশি গৃহশিক্ষকতা করে তখন কীভাবে যে সময়গুলো অতিবাহিত হতো, বুঝতেই পারিনি। মাঝেমধ্যে ডায়েরিতে মনের কথাগুলো ইংরেজি ভাষায় কিংবা বাংলা ভাষায় লিখে রাখতাম। এখন প্রায় সময় জীবনের সেসব স্মৃতি ডায়েরি খুলে যখন দেখি, মনে মনে একা একাই বড্ড হাসি পায়।

অন্যায়কে কখনো নিজে প্রশ্রয় দেইনি, পরিবার থেকে পাওয়া সততার আদর্শ নিয়েই প্রতিনিয়ত যুদ্ধ করেছি। একটা ঘটনা মনে পড়ে গেল। বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করতাম, ব্যাচেলরদের কেউ বাসা ভাড়া দিতে চাইত না। অনেক কষ্টে একটা বাসার ব্যবস্থা করলাম। বিমান বাসা নামের বাসাটি বেশ জনপ্রিয় ছিল সিলেটের শামীমাবাদে। বাসা নেওয়ার পর আমরা আমাদের মতো স্বাভাবিকভাবেই বসবাস করতে লাগলাম। আমরা ছয়জনই পরিচিত এবং পড়াশোনায় বেশ ভালো ছিলাম।

সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুদিন পর পরিস্থিতি বুঝতে আর বাকি রইল না যে নিচের তলায় অবৈধ কাজকর্ম হয়। গভীর রাতে সাদা, কালো, লাল কিংবা নীল রঙের দামি গাড়ি প্রায় সচরাচর দেখা যেতে লাগল বাসাটিতে। একদিন রাত ৯টার দিকে এলাকার মানুষ পুরো বাসাটি ঘেরাও করে রাখল। আমাদের দোতলায় এসে স্থানীয় কিছু লোক জানত চাইল, আমরা এ ব্যাপারে অবগত আছি কি না! আমরা সরাসরি জানাই, নিচে যদি কোনো অসৎ ব্যক্তি বসবাস করেন, তাদের অবশ্যই আপনারা বাসা থেকে বের করার ব্যবস্থা করুন। বাসার যিনি মালিক, তিনি ছিলেন পুলিশের অবসরপ্রাপ্ত ওসি। তিনি থানায় ফোনে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে পুলিশ আসে এবং একপর্যায়ে এলাকাবাসী চলে যেতে বাধ্য হয়। আমাদের আর বুঝতে বাকি রইল না, এ কাজে বাসার মালিকের (ওসির) পূর্ণ সমর্থন রয়েছে।

পরদিন জানতে পারি, আমরাই নাকি এই এলাকাবাসীকে নিয়ে এসেছি বাসা ঘেরাও করার জন্য। পুরোদমে চক্রান্ত চলছে আমাদের নিয়ে, কীভাবে আমাদের বাসা থেকে বের করা যায়। তবে এলাকাবাসীর আর বুঝতে বাকি রইল না, আমরা ভালো পরিবারের ছেলেমেয়ে কিংবা শিক্ষার্থী। তাঁদের সহযোগিতায় আমরা সেখানে থাকার জন্য নতুন করে অনুমতি পেলাম। এভাবেই চারটি বছর এ বাসায়ই কাটিয়ে উচ্চশিক্ষার জন্য বাইরে চলে আসি। বর্তমানে বাসার মালিক আমাদের প্রতি মুগ্ধ হয়ে পুরো ভবনটি ব্যাচেলরদের মেসে পরিণত করেছেন।

প্রবাসে আসার চার বছর। ২০১৯ সাল থেকে লেখালেখির জগতে পুরোদমে পা রাখি। কিন্তু সেখানেও চক্রান্তের শিকার হই। তবে কখনো বিক্রি হইনি। নিজের মেধা এবং মনন দিয়ে লেখালেখি করি। সততার জয় সব সময় হয়, অসত্যের কোনো সময় জয় হয় না। লেখালেখি করি, সেটা কারও কাছে বিক্রি হওয়ার জন্য নয়।