‘প্রেম, প্রকৃতি ও বিরহের কাব্য’ বইয়ের প্রকাশনা উৎসব

‘প্রেম, প্রকৃতি ও বিরহের কাব্য’ বইয়ের প্রকাশনা উৎসবে অতিথিরা

পয়লা বৈশাখ উপলক্ষে গতকাল বুধবার বিকেল তিনটায় অনলাইনে আয়োজন করা হয় অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ড. শরীফ আহমেদ মুকুলের কাব্যগ্রন্থ ‘প্রেম, প্রকৃতি ও বিরহের কাব্য’ বইয়ের প্রকাশনা উৎসব। বইটি প্রকাশ করেছে প্রীতম প্রকাশ।

এই প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. মনজুরুল হান্নান খান, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের অধ্যাপক রাজিয়া খান ও আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রকিবুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী।

‘প্রেম, প্রকৃতি ও বিরহের কাব্য’
প্রচ্ছদ : মোহাম্মদ হাবিব

অনুষ্ঠানের শুরুতেই ড. শরীফ আহমেদ মুকুল তাঁর কবিতা ও কবি হয়ে ওঠার প্রেক্ষাপট সংক্ষেপে বর্ণনা করেন। কবিতায় কবির জীবনবোধ, দর্শন ও প্রকৃতিপ্রেম নিয়ে অতিথিরা আলোচনা করেন। কবিতা আবৃত্তি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. লুৎফুন নাহার লতা। ‘প্রেম, প্রকৃতি ও বিরহের কাব্য’ বইতে ২৭টি কবিতা বাংলা ও ইংরেজি ভাষায় রয়েছে। ইংরেজি ভাষায় অনুবাদ করেন রামিশা আলম।