বঙ্গবন্ধুর দর্শন ও ভাবনা নিয়ে নাইজেরিয়ার আবুজা বিশ্ববিদ্যালয়ে আলোচনা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে নাইজেরিয়ার আবুজায় বাংলাদেশ হাইকমিশন নাইজেরিয়ার আবুজা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও আন্তর্জাতিকতাবাদ’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে
ছবি: বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে নাইজেরিয়ার আবুজায় বাংলাদেশ হাইকমিশন নাইজেরিয়ার আবুজা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও আন্তর্জাতিকতাবাদ’ বিষয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর আলোচনায় পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বঙ্গবন্ধুর দর্শন ও ভাবনা নিয়ে আলোকপাত করা হয়।

আলোচনায় অংশ নিয়ে আবুজা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল-রাশিদ নাল্লাহ বলেন, বঙ্গবন্ধু শুধু তাঁর দেশের স্বাধীনতার জন্যই সংগ্রাম করেননি, তিনি বিশ্বমানবতার জন্যও নিজেকে উৎসর্গ করেছেন। আফ্রিকাসহ বর্তমান বিশ্বে চ্যালেঞ্জ মোকাবিলায় বঙ্গবন্ধুর আদর্শ আজও প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ।

ভারপ্রাপ্ত হাইকমিশনার বিদোষ চন্দ্র বর্মণ বলেন, বিশ্ব শান্তি ছিল বঙ্গবন্ধুর জীবন-দর্শন ও আদর্শের মূলমন্ত্র। বঙ্গবন্ধু সর্বদা বিশ্বের নিপীড়িত, অবদমিত, শোষিত ও অধিকারবঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন। ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ সভায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেছেন, মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি অপরিহার্য। বঙ্গবন্ধু তাঁর শান্তিবাদী দর্শনের জন্য উত্তর-ঔপনিবেশিক বিশ্বে অনুপ্রেরণার এক উৎস হয়ে রয়েছেন।

আলোচনা শেষে ভারপ্রাপ্ত হাইকমিশনার আবুজা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ‘মুজিব বর্ষ’ উপলক্ষে স্মারক ডাকটিকিট হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহ-উপাচার্য ক্লিমেন্ট আলাওয়া, অধ্যাপক মালাম রেফুই আহমেদ বাবা, অধ্যাপক ইওয়েমা একেজোনা, অধ্যাপক উবোম বাসে, অধ্যাপক এম এ কাচা এবং অধ্যাপক স্টিফেন গার্বা উপস্থিত ছিলেন। এশিয়ান স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মুসা ওলাওফে উক্ত সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি