বাংলা নববর্ষ নিয়ে বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ডের ভার্চ্যুয়াল আলোচনা

বাংলা নববর্ষ নিয়ে বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ডের ভার্চ্যুয়াল আলোচনা
ছবি: সংগৃহীত

বাংলা নতুন বছরকে বরণ করার জন্য ‘বাংলা নববর্ষ ১৪২৮: সমকালীন ভাবনা’ বিষয় নিয়ে বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএফ) আয়োজন করে ভার্চ্যুয়াল আলোচনা। গত রোববার ফিনল্যান্ডের স্থানীয় সময় বেলা একটায় জুমের মাধ্যমে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয় ‘বাংলা নববর্ষ ১৪২৮: সমকালীন ভাবনা’ নিয়ে আলোচনার মুখ্য আলোচক ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

বিডিপিএফের নান্দনিক আড্ডায় প্রশ্ন ও উত্তর পর্ব দিয়ে সাজানো আলোচনায় আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমাদের চিন্তা-চেতনা ও ভাবনার বিকাশে বাংলা নববর্ষের গুরুত্ব অনস্বীকার্য। হিজরি ৯৬৩ সাল থেকে গণনা করা বাংলা দিনপঞ্জি সৌরদিনপঞ্জিতে রূপদান করেন আমির ফুল্লাহ সিরাজি।’ আবদুল্লাহ আবু সায়ীদ অনেকটা আক্ষেপ করে বলেন, প্রেম-ভালোবাসাকে গণতান্ত্রিক বেষ্টনীতে আবদ্ধ করে রাখা যেমন ঠিক হবে না, তেমনি নববর্ষকে একটি ধর্মীয় দৃষ্টিতে না দেখায় শ্রেয়। তবে বর্তমানে নববর্ষ পালন অনেকটা স্বেচ্ছাচারিতাতে রূপ নিয়েছে, এখান থেকে বের হয়ে আসতে হবে।

জুম ভার্চ্যুয়াল আলোচনায় বিশ্বের ১৯টি দেশের যে ডক্টররা উপস্থিত হতে পেরেছিলেন, তাঁরা হলেন বাংলাদেশ থেকে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ড. এ কে এম সাইফুল্লাহ, ড. সুনিল কুণ্ডু, ড. লিঙ্কন (জাপান), ড. শাহেনুল ইসলাম পালোয়ান (ডেনমার্ক), মো. মিনহাজ-উল হক (ইতালি), ড. আশরাফ ইসলাম (সিঙ্গাপুর), ড. সালাউদ্দিন আহমেদ (যুক্তরাষ্ট্র), ড. মো. হাফিজুল ইসলাম রবিন (সুইডেন), ড. সৈয়দ মাসুদ সরকার (মিসর), ড. ফিরোজ খান (মালয়েশিয়া), ড. অধ্যাপক রবিউল আহসান (সৌদি আরব), ড. ইসমত জাকিয়া রহমান (আয়ারল্যান্ড), ড. সিদ্দিকুর রহমান ওসমানী, ড. লুৎফর নাহার লতা এবং ড. এন্ড্রে সরকার (যুক্তরাজ্য), ড. মো. মহিদুল খান (এস্তোনিয়া), ড. ইব্রাহীম খলিল (আয়ারল্যান্ড), ড. মনতাজ আলী (দক্ষিণ আফ্রিকা), ফিনল্যান্ড থেকে ড. কামরুল হোসেন, ড. তাহমিনা খানম, ড. কাশিফ নিজাম খান, ড. করিম উল্লাহ, ড. নাজিমুল ইসলাম, ড. হাসান মাহমুদ আমিনুল ইসলাম, ড. আশরাফুল আলম, ড. মোহাম্মদ আশরাফুল, ড. জাহাঙ্গীর আলম, ড. করিম উল্লাহ, ড. জহিরুল ইসলাম, ড. এস এম হারুন-অর-রশিদ, ড. অসীম কর, ড. কামাল উদ্দিন, ড. গোলাম মো. সারোয়ার, ড. মনজুর আলম, ড. এস এম সফিকুল আলম, ড. এ এইচ এম সামসুজ্জোহা, ড. সাইদুর কাজী, ড. মো. সানাউল হক, ড. ইয়াছিনুর রহমান এবং ড. মো. মঞ্জুরে মওলা। এ ছাড়া, ভার্চ্যুয়াল আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি যুক্ত হয়েছিলেন বিশ্বের ১৯ হাজার ৪১৭ জন বাংলাদেশি।  

ভার্চ্যুয়াল আলোচনার সঙ্গে যুক্ত উপস্থিত সবার দীর্ঘায়ু এবং ধন্যবাদ জানানোর সঙ্গে বাংলা নববর্ষ ১৪২৮ উৎসব আরও বিকশিত, অর্থপূর্ণ ও তাৎপর্য হোক—এ আশা ব্যক্ত করে আলোচনার সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ডের সভাপতি ড. মো. মঞ্জুরে মওলা।  

* অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ভার্চ্যুয়াল আলোচনা শুনতে ক্লিক করুন এখানে https://youtu.be/Q0HTODG7dWo