বাহরাইনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন

বাহরাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখা রানা বিনতে আসা আল খালিফাকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র আরবি ভাষায় অনূদিত একটি বই উপহার দেন রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন (১০ জানুয়ারি) দিবস উপলক্ষে আলোচনা সভা ও বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের আমন্ত্রণে বঙ্গবন্ধু কর্নারের ফিতা কেটে উদ্বোধন করেন বাহরাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখা রানা বিনতে আসা আল খালিফা।

কোভিড–১৯ মহামারির পরিপ্রেক্ষিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ভারত, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ওমানের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে
ছবি: সংগৃহীত

রাষ্ট্রদূত নজরুল ইসলাম আন্ডার সেক্রেটারি শেখা রানা বিনতে আসা আল খালিফাসহ সম্মানিত অতিথিদের বঙ্গবন্ধু কর্নার ঘুরিয়ে দেখান। বঙ্গবন্ধু কর্নারে প্রচুর বই, বঙ্গবন্ধুর দুর্লভ কিছু ছবি এবং বঙ্গবন্ধুর কিছু বাণী রাখা হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি একটি বড় ক্যানভাসে লেখা রয়েছে।

এ সময় রাষ্ট্রদূত শেখা রানাকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র আরবি ভাষায় অনূদিত একটি বই উপহার দেন। পরে বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির নেতাদের সঙ্গে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।