মরচে ধরেছে আজ

অলংকরণ: আরাফাত করিম

মরচে ধরেছে আজ স্নায়বিক তন্ত্রে।
জং পড়েছে আজ হৃদয়ের যন্ত্রে।
পাঁজরার খাপে খাপে,
কলজের ছন্দ।
হার্টবিট ধুকপুক, বাঁচব হলে বন্ধ।
অনেক তো হলো আজ
জীবনের কুচকাওয়াজ,
ক্ষতি কি তাহলে তবে
সব হলে শান্ত।

মুক্তির পথ বেয়ে জীবনের যন্ত্র
থামুক হঠাৎ তবে সব হবে স্তব্ধ।
কালি মাখামাখি, বিরোধ আর দ্বন্দ্ব,
সত্যের আবডাল হিংস্র গন্ধ।
থাকুক না যন্ত্রটা থেমে...
সব হোক স্তব্ধ।
মিথ্যে এ স্বপ্ন,
মুখোশের ঢাকা মুখ,
ভয় নেই ভাইরাসে,
বুঁজে চোখ অন্তিম সুখ।

আজ তবে রাখি শ্বাস,
নেই কোনো আশ্বাস...
কত মুখ, কত দুখ, কত শত দ্যোতনা,
বাহিরের বাহারে ঢাকা কত ছলনা।

করোনায় কী করণীয় কেউ তো তা জানি না,
দয়া করে ভাইরাস গেলে চলে,
মুখোশটা খুলো না।
*গৌরাঙ্গ দাশ, সিওল