মা, তোমায় মনে পড়ে

প্রচণ্ড সাহসী ছিলে তুমি, আত্মশক্তিও ছিল তোমার প্রবল !!

তেমন একাডেমিক শিক্ষা ছিল না তোমার !

তার পরও নিয়েছিলে মানুষ গড়ার মহান পেশা !

কালক্রমে যা হয়ে উঠেছিল এক সাংঘাতিক নেশা !!

সাত সন্তানের মহান জননী ছিলে তুমি !

একটিবারও ঘাবড়াতে দেখিনি তোমায়!

কঠিন আত্মবিশ্বাসে সাংসারিক সব প্রতিকূলতাই সামাল দিয়েছো তুমি

পরম মমতায় সাজিয়েছিলে সবকিছু, যার পরশ বিস্তৃত সবখানে !!

স্কুল থেকে ফিরে পড়তে বসার আগে যখন শোনাতে

মহীয়ান-মহীয়সী নর-নারীদের কথা অবাক বিস্ময়ে পুলকিত হতাম

আর খুঁজে পেতাম তোমারই মাঝে বিবি ফাতেমা, বেগম রোকেয়াসহ

মহীয়সী নারীদের প্রতিচ্ছবি !

কলেজ পাসের পর কোনো এক আত্মীয় চাকরি খোঁজার পরামর্শ দিলে,

এক অসম্ভব প্রতিক্রিয়া হয়েছিল তোমার, কারণ

তুমি চাওনি আধা শিক্ষিত চাকরিজীবী বানাতে,

যা তুমি সত্যি সত্যি পেরেছিলে !!

হঠাৎ কী থেকে কী যে হয়ে গেল, ক্যানসার নামক ঝড় এসে

অতি সহজে চোখের সামনে তোমার মতো আত্মশক্তিতে বলীয়ান

এই তোমাকে

কত সহজেই না পরাস্ত করে দিল, নিয়ে গেল না ফেরার দেশে

বাঁচার বড় আকুতি ছিল তোমার, কিন্তু পারিনি বাঁচাতে তোমাকে

এ যে এক কঠিন সত্যি, তুমি চলে গেছো,

কিন্তু তোমাকে হারিয়ে তোমার সন্তানেরা কি বেঁচে আছি,

আমরা যে বড় অসহায় হয়ে আছি, মা !