মাদ্রিদে নজিরবিহীন তুষারপাত

গত ৫০ বছরে এমন তুষারপাতের দেখা মেলেনি মাদ্রিদে
ছবি: লেখক

রৌদ্রোজ্জ্বল দেশ স্পেনকে সারা বছরই গ্রীষ্মের মতো মনে হয়। গত ৫০ বছরে এমন তুষারপাতের দেখা মেলেনি স্পেনের রাজধানী মাদ্রিদে। তিন দিন ধরে এ তুষারপাত চলছে। বাংলাদেশ সময় রোববার পর্যন্ত চলবে তুষারপাত।

২o১৯ সালে তুষারপাত হয়েছিল মাদ্রিদে, তবে এমনটা হয়নি। পুরো মাদ্রিদ শহরকে অচেনা মনে হচ্ছে। শুভ্র তুষারে ঢেকে গেছে মাদ্রিদ ও অন্যান্য শহর। জনজীবন বিধ্বস্ত। শহরের রাস্তাঘাট প্রায় অচল। কাভার্ডভ্যান না চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাইভেট কার চেইন লাগিয়ে চলাচল করতে বলা হয়েছে। স্পেনের ব্যস্ত মহাসড়ক এম ৩০ ও এম ৪০ আপাতত বন্ধ রাখা হয়েছে। মাদ্রিদের মেট্রোরেল বন্ধ রয়েছে। সবাইকে এ দুর্যোগ মোকাবিলায় ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্পেন সরকার।

রাজধানী মাদ্রিদের জন্য এমন ঘটনা অপ্রত্যাশিত ও দুর্লভ
ছবি: লেখক

রাজধানী মাদ্রিদের জন্য এমন ঘটনা অপ্রত্যাশিত ও দুর্লভ। আবহাওয়া অফিস স্পেনের ফিলোমেনা ঝড়ের আগমনের কথা গুরুত্বের সঙ্গে বেশ কয়েক দিন ধরে প্রচার ও সতর্ক করে আসছে। গত ৪৮ ঘণ্টায় (শুক্রবার ও শনিবার) মাদ্রিদ এবং এর স্বায়ত্তশাসিত অঞ্চল ১৮ আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে প্রায় ৪০০টি ছোট–বড় রাস্তা ক্ষতিগ্রস্ত এবং ৪০টি সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তীব্র শীতের সঙ্গে প্রবল তুষারপাত স্পেনের রাজধানী এবং এর পুরো অঞ্চলকে সাদা করে তুলেছে। যে কারণে, শহরের প্রধান সড়কে চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এতে শত শত মানুষ আটকে পড়েছেন। অ্যাডল্ফো সুরেজ ডি মাদ্রিদ-বারাখাস বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ এবং মাদ্রিদ অঞ্চলের রাস্তার বিভিন্ন পয়েন্টে রাস্তা পরিষ্কার করা এবং আটকে পড়া গাড়িগুলি উদ্ধারে সহায়তার কাজে সামরিক জরুরি ইউনিট (ইউএমই) মাঠে নেমেছে।

এমন অভিনব সাদা তুষার দেখতে মাদ্রিদের ব্যস্ত শহরগুলোয় শিশু-কিশোরদের খেলায় মেতে উঠতে দেখা গেছে। অনেকে স্মরণকালের ঐতিহাসিক শুভ্র তুষারে ঢাকা প্রিয় শহরের ছবি ও ভিডিও ক্যামেরাবন্দী করে রাখছেন।