মুজিব বর্ষ অবিস্মরণীয় করতে কুয়েতপ্রবাসীদের প্রচেষ্টা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কুয়েতপ্রবাসীদের ইতিহাসে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজন করে মুজিব বর্ষ বিজয় কাপ ক্রিকেট টুর্নামেন্ট
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মহানায়কের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন করবে বাংলাদেশ। আমরা কুয়েতপ্রবাসীরাও পিছিয়ে নেই বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টার জন্মশতবার্ষিকী উদ্‌যাপনে। বর্তমানে করোনা মহামারির কারণে কুয়েতে জনসমাগম নিষিদ্ধ থাকায় বড় পরিসরে কোনো আয়োজন না করলেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কুয়েতপ্রবাসীদের ইতিহাসে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজন করে মুজিব বর্ষ বিজয় কাপ ক্রিকেট টুর্নামেন্ট।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিচ্ছেন এক খেলোয়াড়
ছবি: সংগৃহীত

খেলার উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে (২৩ অক্টোবর) এ টুর্নামেন্টর উদ্বোধন করা হয়। কুয়েতে প্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের ২০টি দল খেলায় অংশ নেয়। প্রতি শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত চলেছে খেলা।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনে সভাপতি জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ব্যস্ত সময় পার করছেন টূর্নামেন্ট ঘিরে।

খেলোয়াড় থেকে শুরু করে দলের সবার একটি আবেদন কুয়েতে কত বড় ব্যবসায়ীরা যাঁরা আছেন তাঁরা এগিয়ে এলে কুয়েতে তৈরি হতে পারে কোনো এক নতুন টাইগার। আনন্দের সংবাদ এরই মধ্যে দুই প্রবাসী কুয়েতে জাতীয় ক্রিকেট দলে খেলছেন। এটা অবশ্যই আমাদের জন্য গৌরবের।