রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানের আহ্বান

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান
ছবি: বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন, জেনেভা, সুইজারল্যান্ড

৫ অক্টোবর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী জাতিসংঘ শরণার্থীবিষয়ক কমিশনারের কার্যালয়ের বার্ষিক নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের বক্তব্য প্রদানকালে জেনেভার জাতিসংঘ দপ্তর ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান বলেছেন যে নানাবিধ সংকটসত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও মানবিক নেতৃত্বে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সব ধরনের মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে। করোনাকালেও রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে বাংলাদেশ সরকারের নেওয়া সফল কার্যক্রমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করেন তিনি।

রাষ্ট্রদূত রোহিঙ্গাদের স্বেচ্ছাপ্রত্যাবাসনের আগপর্যন্ত তাদের মৌলিক চাহিদা মেটাতে আন্তর্জাতিক সংহতি ও সহমর্মিতা এবং দায়ভার ও দায়িত্ব ভাগাভাগির নীতির ভিত্তিতে যথাযথ মানবিক সহায়তা প্রদান বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে বর্তমানে চলমান মহামারির কারণে রোহিঙ্গাদের জন্য অন্যান্য নিয়মিত ও মৌলিক মানবিক সহায়তা প্রদান যেন ব্যাহত না হয়, সে বিষয়ের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

রোহিঙ্গা সমস্যার উৎস মিয়ানমার এবং এর স্থায়ী সমাধান মিয়ানমারে বিদ্যমান উল্লেখ করে আঞ্চলিক শান্তি বজায় রাখার জন্য রোহিঙ্গাদের নিজ ভূমিতে স্থায়ী প্রত্যাবাসনের মাধ্যমে এ সমস্যার অতিদ্রুত সমাধান অত্যন্ত জরুরি বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত এ সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
তথ্য: বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন, জেনেভা, সুইজারল্যান্ড