শিশুদের অনলাইনে আন্তর্জাতিক শিশু উৎসব অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকার ব্রুস মার্গলিস ও তাঁর দল অনলাইনে ইউরোপের অন্যতম বাঙালি সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা আর্টসের অনুষ্ঠানে যুক্ত হয়
ছবি: সংগৃহীত

অনলাইন সংগীতজগতে আবার নজির গড়ল ইউরোপের অন্যতম বাঙালি সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা আর্টস ইউকে। আন্তর্জাতিক শিশু দিবসকে উপলক্ষ করে সারা পৃথিবীর প্রায় ৪০টি শিশুকে নিয়ে টানা সাড়ে চার ঘণ্টার অনুষ্ঠান হলো গত রোববার। হাজারো দর্শক মুগ্ধ হয়ে ৫ থেকে ১৬ বছরের শিশুদের গান, বাজনা, নাচ ও যন্ত্রসংগীত উপভোগ করলেন।

বাংলাদেশের শিশুশিল্পীদের দিয়ে শুরু করে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা, গাম্বিয়া আর ইউরোপের শিশুশিল্পীরা তাদের প্রতিভায় মুগ্ধ করল দর্শক-শ্রোতাদের। সঙ্গের উপরি পাওয়া ছিল শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিও।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত কবি, সাংবাদিক ও শিক্ষাবিদ আবুল মোমেন।

আনন্দধারার পরিচালক ডক্টর ইমতিয়াজ আহমেদ জানালেন, অনেক দিন থেকেই শিশুদের নিয়ে কিছু করার পরিকল্পনা ছিল, কিন্তু অন্যান্য অনুষ্ঠান করতে গিয়ে তা আর হয়ে ওঠেনি। তবে এবার আন্তর্জাতিক শিশু দিবসে আর ওই ইচ্ছা চাপা রাখা গেল না। এত বড় মাপের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব রকম সহযোগিতা করেছেন ইউরোপের আরও কয়েকটি নামী সংগঠন কলাকার আর্টস ইউকে, সামা আর্টস ইউকে, পপলার ইউনিয়ন, কালাসাগর, ইমরান খান আর সোয়াস সাউথ এশিয়া ইনস্টিটিউটের আর্টিস্টিক ডিরেক্টর ডক্টর সংযুক্তা ঘোষ। এই দিন প্যানেলে ছিলেন কলাকার আর্টস ইউকের কর্ণধার ও বিশিষ্ট উচ্চাঙ্গসংগীতশিল্পী চন্দ্রা চক্রবর্তী, স্বনামধন্য উচ্চাঙ্গসংগীতশিল্পী শ্রী চিরঞ্জীব চক্রবর্তী, স্বনামধন্য রবীন্দ্রসংগীতশিল্পী শ্রী সঞ্জয় দে, ডক্টর সংযুক্তা ঘোষ ও ডক্টর ইমতিয়াজ আহমেদ।

বাংলাদেশের শিশুশিল্পীদের দিয়ে শুরু করে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা, গাম্বিয়া আর ইউরোপের শিশুশিল্পীরা তাদের প্রতিভায় মুগ্ধ করে দর্শক-শ্রোতাদের
ছবি: সংগৃহীত

প্রতিটি শিশুই তাদের গুরুর নাম ও শিক্ষার মান যথাযথভাবে বজায় রেখেছে। শিক্ষক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতী শর্মিলা ব্যানার্জি, শ্রীমতী সোহিনী মোক্ষ ড্যান্স কোম্পানির কর্ণধার শ্রীমতী সোহিনী রায়চৌধুরী, কালাসাগর ড্যান্স কোম্পানির কর্ণধার শ্রীমতী উষা রাঘবন, শ্রীমতী গৈরিকা মাথুর, শ্রীমতী লাবণী মোহান্ত, শ্রীমতি শুভ্রা দে।

যাদের নাম না করলেই নয়, সেই মেধাবী শিশুশিল্পীরা হলো বাংলাদেশ থেকে কর্ণিকা, জ্যোতি, সারা, বৃষ্টি; ভারত থেকে সৌভাগ্য, অরিত্র, অনন্য, হিয়া, ইহা, শ্রীনিবাস। দক্ষিণ আফ্রিকা থেকে ব্রুস মার্গলিস ও তার দল, গাম্বিয়া থেকে ফাতু এম্বেই। আমেরিকা থেকে শ্রীহান, অনিন্দিতা। কানাডা থেকে সপ্নিল ও সেবন্তী। অস্ট্রেলিয়া থেকে আহেলি ও সূর্যপ্রভ। ইউকে থেকে প্রীত, মোসেস, উর্বী, পূর্বা, বোধি, চিরন্তন, রাজভিকা, ত্রপা, সুশ্রী, তনুশ্রী, তানিশা, আরিশা, অনভিতা, আদভিকা, শ্রেয়া, অরণি, কুনাল, আরাধ্য ও দীপতাংশু।