সিঙ্গাপুরে অভিবাসী দিবস উদযাপন

সিঙ্গাপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে
ছবি: প্রেস বিজ্ঞপ্তি

সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস–২০২০ উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘মুজিববর্ষের আহ্বান—দক্ষ হয়ে বিদেশ যান’ শীর্ষক আলোচনা সভায় সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান, প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

কাউন্সেলর (শ্রম) মো. আতাউর রহমান তাঁর বক্তব্যে দিবসটির প্রতিপাদ্য বিষয়, কোভিড-১৯ মহামারিজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় অভিবাসী কর্মীদের করণীয়, বৈধপথে রেমিট্যান্স প্রেরণ, নিরাপদ অভিবাসন, সুষ্ঠু কর্মপরিবেশ ও শ্রমকল্যাণে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। অভিবাসী কর্মীদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে বক্তব্য দেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি হাফিজুর রহমান।

বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও সিঙ্গাপুরে কর্মরত উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি অভিবাসী কর্মী অনুষ্ঠানে অংশ নেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্টানে কোভিড-১৯ মহামারির কারণে গৃহীত সর্তকতা, অভিবাসী কর্মীদের অধিকার ও দায়িত্ব, দক্ষতা বৃদ্ধি এবং সচেতনতামূলক লিফলেট, টি-শার্ট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি