সিডনিতে একুশে একাডেমির ভাষা দিবস উদ্‌যাপন

অস্ট্রেলিয়ার সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করেছে একুশে একাডেমি অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করেছে একুশে একাডেমি অস্ট্রেলিয়া। ২২ বছর ধরে অমর একুশে উদ্‌যাপনের অংশ হিসেবে সিডনির অ্যাশফিল্ড পার্কের একুশের বইমেলার আয়োজন করে আসছিল সংগঠনটি। তবে চলমান স্বাস্থ্যবিধির কারণে চলতি বছর তা আয়োজন করা সম্ভব হয়নি। এবারের আয়োজনের অংশ হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরে গত ২০ ফেব্রুয়ারি সিডনির হার্সভিল সিভিক থিয়েটারে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সময় সন্ধ্যায় ভাষাশহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি।

ভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের পর একুশে একাডেমির গত ২১ বছরের নিয়মিত বার্ষিক প্রকাশনা ‘মাতৃভাষা’ থেকে বাছাই করে একটি সংকলন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সাহিত্যিক ও কথাশিল্পী সেলিনা হোসেন এবং ক্যানবেরা থেকে হাইকমিশনার সুফিউর রহমান। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, কবি, লেখকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সংগঠনটি ২০ বছর যাবৎ ফেব্রুয়ারি মাসে রক্তদান কর্মসূচি পালন করে আসছে।