সিডনিতে বাংলাদেশিদের ঈদ উদ্‌যাপন

অস্ট্রেলিয়ায় সাধারণত দুই দিনে ঈদ উদ্‌যাপন করা হয়
ছবি: লেখক

অস্ট্রেলিয়াজুড়ে গতকাল বৃহস্পতিবার এবং আজ শুক্রবার উৎসবমুখর পরিবেশে পালিত হয়ে গেল পবিত্র ঈদুল ফিতর। অস্ট্রেলিয়ার ইমাম কাউন্সিলের ইউনিভার্সেল ক্যালেন্ডার এবং মুনসাইটিং অস্ট্রেলিয়ার কমিটির ওপর নির্ভর করে দেশটিতে সাধারণত দুই দিনে ঈদ উদ্‌যাপন হয় এখানকার মুসলিম সম্প্রদায়ে।

ইস্টলেকসের ঈদের জামাতে আয়োজকদের সঙ্গে স্থানীয় সাংসদ ম্যাট থিসলেথ ওয়েট
ছবি: কাউসার খান

দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে খুশির এই ঈদের আনন্দের কোনো কমতি ছিল না।

অস্ট্রেলিয়ার সিডনির শহরজুড়ে সকাল থেকেই রোদ্রোজ্জ্বল শীত শীত ভাব ছিল।

ঈদের জামাত শেষে চিরাচরিত কোলাকুলি
ছবি: কাউসার খান

গতকাল এবং আজ এখানে সাধারণ কর্মদিবস থাকায় খুব সকাল থেকেই জামাত শুরু হয়। ল্যাকেম্বা, মিন্টো, ইংগেলবার্ন, রকডেল, কোগরাহ, মেট্রাভিল, মাস্কট, ইস্টলেকস প্রভৃতি জায়গার ঈদগাহ, মসজিদ ও বিভিন্ন মাসাল্লায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া সারিহিলস মসজিদ, ব্ল্যাকটাউন ঈদগাহ মাঠ, লাকেম্বার প্যারিপার্ক কমপ্লেক্স, সেফটন মসজিদ, ম্যারিকভিল টাউন হল সেন্টার, অলিম্পিক পার্ক গ্রাউন্ড, রুটিহিল মসজিদসহ আরও কিছু জায়গায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

সিডনির ঈদের জামাতে প্রবাসী বাংলাদেশিরা
ছবি: কাউসার খান

অস্ট্রেলিয়ার মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। বাংলাদেশের মতোই ঈদের সারা দিন প্রবাসী বাংলাদেশিরা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের বাসায় বাসায় বেড়ানো, আড্ডায় মেতেছেন দীর্ঘ সময় নিয়ে। পাশাপাশি দেশে বন্ধু-পরিজনের সঙ্গে অনেকেই দিনভর ফোনালাপে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন।