সুইজারল্যান্ডের জেনেভা ও জুরিখ বিশ্বে ব্যয়বহুল শহরের তালিকায়

জেনেভা লেক
ছবি: সংগৃহীত

সর্বশেষ ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) ১৭৩টি শহরে ২০০টি পণ্য ও পরিষেবার মূল্যের সমীক্ষায় জেনেভা ও জুরিখ উভয়কেই ২০২১ সালে শীর্ষ ১০টি ব্যয়বহুল শহরের তালিকায় স্থান দিয়েছে। সামগ্রিকভাবে এ ১৭৩ শহরে জীবনযাত্রার ব্যয় গড়ে বেড়েছে। ৩ দশমিক ৫ শতাংশ, গত ৫ বছরে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি, যেখানে ২০২০ সালে মূল্যস্ফীতির হার ছিল মাত্র ১ দশমিক ৯ শতাংশ এবং ২০২০ সালে ২ দশমিক ৮ শতাংশ। সরবরাহ-শৃঙ্খল সমস্যা, সেই সঙ্গে বিনিময় হারের পরিবর্তন, ভোক্তাদের চাহিদার পরিবর্তন, পণ্যের মূল্যবৃদ্ধি এই মূল্যস্ফীতির কারণ হিসেবে ধরা হচ্ছে। সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে পরিবহন খাতে, যেখানে এক লিটার পেট্রলের দাম গড়ে ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ বছর তেল আবিব ছিল সবচেয়ে ব্যয়বহুল শহর, পাঁচ ধাপ ওপরে উঠে এসেছে মূলত ইসরায়েলি মুদ্রার মূল্যবৃদ্ধির কারণে। নিউইয়র্ককে বেস সিটি হিসেবে ব্যবহার করা হয় এবং ১০০–এর একটি সূচক স্কোর দেওয়া হয়। এ বছর শহরটি ষষ্ঠ স্থানে রয়েছে।
রোমের সবচেয়ে বড় পতন হয়েছে, ৩২তম থেকে ৪৮তম স্থানে নেমে গেছে, বিশেষ করে মুদি ও পোশাকের দামে তীব্র পতনের সঙ্গে। তেহরান ৭৯তম থেকে ২৯তম স্থানে সবচেয়ে এগিয়ে গেছে। এটি মূলত মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর অব্যাহত সরবরাহ ও সীমাবদ্ধতা, পণ্যের ঘাটতি এবং ক্রমবর্ধমান আমদানি মূল্যের কারণে ক্রমবর্ধমান দামকে প্রতিফলিত করেছে।

রাতের জেনেভা শহর
ছবি: সংগৃহীত

দামেস্ক (১৭৩তম) ও ত্রিপোলি (১৭২তম) ছিল বিশ্বের সবচেয়ে সস্তা শহর। উভয়ই অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। এ বছর জুরিখ চতুর্থ স্থানে রয়েছে, গত বছরের প্রথম থেকে নেমে, যখন জেনেভা বিশ্বের সপ্তম ব্যয়বহুল শহর। ২০২০ সালে জুরিখ, হংকং ও প্যারিসের সঙ্গে বসবাসের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহর ছিল।

২০২১ সালে শীর্ষ ১০টি সবচেয়ে ব্যয়বহুল শহর

১. তেল আবিব (১০৫)
২. প্যারিস (১০৪)
৩. সিঙ্গাপুর (১০৪)
৪. জুরিখ (১০৩)
৫. হংকং (১০১)
৬. নিউইয়র্ক (১০০)
৭. জেনেভা (৯৯)
৮. কোপেনহেগেন (৯৭)
৯. লস অ্যাঞ্জেলেস (৯৬)
১০. ওসাকা (৯৪)

জুরিখ লেক
ছবি: সংগৃহীত

জরিপের ডেটা ১৬ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর ২০২১-এর মধ্যে সংগ্রহ করা হয়েছিল, যখন মার্কিন-চীন শিপিংয়ের দাম তীব্রভাবে বেড়ে গিয়েছিল, ফলে পণ্যের ঊর্ধ্বমুখী মূল্যবৃদ্ধির প্রতিফলন দেখা যায়।