সুরের মূর্ছনায় উৎসবমুখর একটি দিন

অনুষ্ঠানে শিশুশিল্পীদের পরিবেশনা
অনুষ্ঠানে শিশুশিল্পীদের পরিবেশনা

বৃষ্টিস্নাত দিনে সন্ধ্যা পেরোতেই বাংলা গানের সুর মূর্ছনায় উৎসবমুখর হয়ে

শিল্পী রূপা ঘোষ সংগীত পরিবেশন করছেন
শিল্পী রূপা ঘোষ সংগীত পরিবেশন করছেন

উঠেছিল হিউস্টনের মহারাজা হলটি। একগুচ্ছ কচি প্রাণ আর তাদের মিষ্টি কণ্ঠের আবৃত্তি, গান আর নৃত্যে পরিস্ফুটিত হয়ে উঠেছিল আমাদের সমৃদ্ধ বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনন্য রূপ। সবচেয়ে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানটি ছিল বাংলার সুরোপিত প্রিয় ‘নজরুল’ স্মরণে। পুরো অনুষ্ঠানটিই করা হয়েছিল আমাদের জাতীয় কবির কালজয়ী সব সৃষ্টি দিয়ে। অনুষ্ঠানটিও তাঁকে উৎসর্গ করা হয়।
এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল গত ২১ নভেম্বর, শুক্রবার। আয়োজক সুরাঙ্গন মিউজিক স্কুল। এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বিশিষ্ট সংগীতশিল্পী রূপা ঘোষের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর কবির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর একে একে গান, নৃত্য আর আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে নজরুলের ‘শুভ্র সমুজ্জ্বল হে চির নির্মল’সহ আরও একগুচ্ছ গানের পসরা সাজিয়ে উপস্থিত দর্শকদের একটি স্মরণীয় সংগীত সন্ধ্যা উপহার দেয়। এতে অংশগ্রহণ করে সারনি, নাইজা, প্রিয়ন্তী, গ্রন্তি, তিন্নি, সায়ন, সোহান, রাফিদ, পূর্ণতা, আরিতা, স্মিতা, পুষ্পিতা, সিদরা, তিথি, শাওন, পলিন, মাইশা, জলি, বনানী, ফাতেমা, স্পীতি, অরুণ, মাকসুদ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বিশিষ্ট তবলা বাদক রাজা বাঙ্গা ও তাঁর স্কুলের ছাত্রদের নিয়ে একটি অনবদ্য ‘তবলা কনসার্ট’। শেষ পর্বে ছিল বিশিষ্ট সংগীতশিল্পী রূপা ঘোষের একক নজরুলসংগীতের অনুষ্ঠান। তিনি ‘অরুণ কান্তি কে গো যোগী ভিখারী’ গানটি দিয়ে শুরু করেন। এরপর একে একে নজরুলের বিভিন্ন পর্যায়ের অনেকগুলো গান পরিবেশন করেন।

অ্যাচিভমেন্ট সার্টিফিকেট হাতে শিক্ষার্থীরা
অ্যাচিভমেন্ট সার্টিফিকেট হাতে শিক্ষার্থীরা

অনুষ্ঠান শেষে সুরাঙ্গনের শিক্ষার্থীদের অ্যাচিভমেন্ট সার্টিফিকেট ২০১৪ প্রদান করেন স্কুলের অধ্যক্ষ রূপা ঘোষ। অনুষ্ঠানে তবলায় ছিলেন রাজা বাঙ্গা ও মন্দিরায় বিদ্যুৎ ঘোষ। সঞ্চালনা করেন রাজু আহমেদ।
বঙ্গভূমি থেকে প্রায় সাড়ে আট হাজার মাইল দূরে বাংলা প্রাণ ও সুরের মেলায় আমরা যেন পরশ পেয়েছিলাম প্রিয় বাংলা মা ও মাটির! চমকপ্রদ এ আয়োজনটি উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতেই হয় সুরাঙ্গনের শিক্ষার্থীদের।
অমিত ঘোষ
হিউস্টন, টেক্সাস, যুক্তরাষ্ট্র