সৃষ্টির হিরণ্ময় বিস্ময়

কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল, বিদ্রোহী কবি স্বমহিমায় উজ্জ্বল
বাংলার জাতীয় কবি, অপূর্ব বর্ণাঢ্যতায় সমুজ্জ্বল
নিরন্ন বুভুক্ষু ও বঞ্চিত মানুষের প্রেরণার আশ্রয়
জাতির মননে আন্দোলিত সৃষ্টির হিরণ্ময় বিস্ময়।

কাব্যসাহিত্যের যুগস্রষ্টা, অমৃত অহংকার
ব্রহ্মাণ্ডের দ্যুতিময় প্রেমময় শব্দ-ছন্দ-অলংকার
বহুমাত্রিক কবিতায় অগ্নিঝরা বিদ্রোহের সাজ
বর্ণিলতা মিশ্রিত যেন প্রাণময় ঢেউয়ের আওয়াজ।

কবিতার শরীরে প্রাণবন্ত বসন্তের তাজা ফুল
ময়ূরের অলংকারে যেন সাজানো কানের দুল
জ্বলজ্বল চোখে বিরহ, বিপ্লব, দ্রোহ, মানবতাবাদ
কী এক মধুর তানে বহুমাত্রিক কাব্যের চাষাবাদ।

সৌরভে গৌরবে সৌন্দর্যের নিরন্তর প্রেরণায়
গজল সঙ্গীতে পথিকৃৎ পরম আধ্যাত্ম চেতনায়
অবিনাশী শক্তি, অমরত্বের সঞ্জীবনী আস্বাদন
যুগ যুগ ধরে ছড়াবে কবিতার স্বাদ, অবগাহন।