সৌধের উদ্যোগে আন্তর্জাতিক সত্যজিৎ কংগ্রেস অনুষ্ঠিত

চলচ্চিত্রকার সত্যজিৎ রায়
সংগৃহীত

ব্রিটেনে ভারতীয় ধ্রুপদি সংগীতের শীর্ষ সংস্থা সৌধ সোসাইটি অব পোয়েট্রি অ্যান্ড ইন্ডিয়ান মিউজিকের উদ্যোগে ২ ও ৩ মে বেলা তিনটায় (যুক্তরাজ্য সময়) অন্তর্জালে উদ্‌যাপিত হয়েছে বিশ্বনন্দিত চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্পনির্দেশক, সংগীত পরিচালক এবং লেখক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়, নেহরু সেন্টার লন্ডন, বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চোখ ফিল্ম সোসাইটি, দক্ষিণ এশীয় সাহিত্য, দর্শন এবং সমাজতত্ত্বের ছোট কাগজ ‘গ্রন্থী’ এবং রাধারমণ সোসাইটি। এ উদ্‌যাপনে সত্যজিৎ রায়কে নিয়ে স্মৃতিচারণার পাশাপাশি তাঁর সৃষ্টি নিয়ে সমালোচনামূলক ও তাত্ত্বিক আলোচনায় প্রাচ্য ও প্রতীচ্যের বিখ্যাত সিনেমাশাস্ত্রবিদ, অধ্যাপক এবং ভারত–বাংলাদেশের শীর্ষ চলচ্চিত্র পরিচালকেরা অংশ নেন।

সৌধ পরিচালক টি এম আহমেদ কায়সার জানান, দুদিনব্যাপী এই কংগ্রেসে অন্তর্জালে যুক্ত ছিলেন পরিচালক সত্যজিৎ-উত্তর ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রধান রূপকার আদুর গোপালকৃষ্ণন, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, চিত্রনাট্যকার জাভেদ সিদ্দিকী। বাংলাদেশ থেকে যোগ দেন পরিচালক তানভীর মোকাম্মেল এবং ভারত থেকে তরুণ পরিচালকদের মধ্যে সোহিনী দাশগুপ্ত, রুকসানা তাবাসসুম প্রমুখ যোগ দেন।

সত্যজিৎ রায় (২ মে ১৯২১—২৩ এপ্রিল ১৯৯২)
ছবি: সংগৃহীত

এ ছাড়া সত্যজিতের সিনেমার নতুন পাঠ পুনরবলোকন ও পুনর্বিবেচনাসংক্রান্ত আলোচনায় যোগ দেন প্রখ্যাত সিনেমাশাস্ত্রবিদ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, চলচ্চিত্রকার লেখক ও সংগীতশিল্পী সংগীতা দত্ত, গবেষক ড. সুমিত রয়, লেখক ও গবেষক ভাস্কর চট্টোপাধ্যায়, ব্রিটেনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের সিনিয়র প্রভাষক ড. আশ্বিন দেবসুন্দরাম, আমেরিকার নর্থ কলোরাডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এনরিক বার্নালেস অ্যালবাইটস। এ ছাড়া কয়েকজন শীর্ষস্থানীয় সংগীতশিল্পী সত্যজিৎ রায়ের পরিচালিত ও সুরারোপিত সংগীত পরিবেশন করেন।

কায়সার আরও জানান, সৌধ গত ১০ বছরে যেমন ভারতের মার্গসংগীতসহ বিশ্বের বিভিন্ন শিল্পের মধ্যে এক গভীর দার্শনিক সংযোগ রচনা করে এবং বিশ্বমাপের সব পরিবেশনা দিয়ে প্রকারান্তরে বিশ্বের নানা ভাষা ও দেশের মানুষের মধ্যে এক ঐতিহাসিক মেলবন্ধন তৈরি করে চলেছে, কোভিডের ক্রান্তিকালেও একইভাবে ভার্চ্যুয়াল অনুষ্ঠান দিয়েও সংগীত তো বটেই, সাহিত্য, সিনেমা, পেইন্টিং এবং অন্যান্য শিল্পেরও নতুন বুনন, নতুন সৃজন এবং নতুন নতুন ইন্টারপ্রিটেশন রচনা করে গেছে। এরই ধারাবাহিকতায় জগদ্বিখ্যাত সব চলচ্চিত্রকার ও চলচ্চিত্র-পণ্ডিতকে নিয়ে সত্যজিৎ রায়ের এই জন্মশতবর্ষ উদ্‌যাপন নিঃসন্দেহে চলচ্চিত্রমোদী দর্শকদের কাছে এক স্মরণীয় সংযোজন। সৌধে পরিচালক টি এম আহমেদ কায়সারের সঞ্চালনায় অধিবেশনটি ২ ও ৩ মে স্থানীয় সময় বেলা তিনটায় সৌধের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হয়েছে।