স্পেনে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে
ছবি: বিজ্ঞপ্তি

স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করা হয়েছে। গতকাল বুধবার (১৭ মার্চ) দূতাবাসের কাউন্সেলর ও চার্জ দ্য অ্যাফেয়ার্স এ টি এম আবদুর রউফ মণ্ডল দূতাবাসের কর্মকর্তা–কর্মচারীদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে দূতাবাস সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং দিবসটির তাৎপর্যের ওপর আলোচনা করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ টি এম আবদুর রউফ মণ্ডলসহ কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, প্রথম সচিব (শ্রম) মুতাসিমুল ইসলামসহ দূতাবাসের কর্মকর্তা–কর্মচারীরা। জাতির জনক শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারসহ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি, অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।