হঠাৎ দেখা

তোমার নীল চোখ দেখা তোমাকে দেখা
এ যেন হঠাৎ দেখা!

কদম গাছের আড়ালে হলুদ জামা দেখেছিলাম
দেখেছিলাম তোমার মায়াবি চাহনি
সেদিন আমার সাইকেল গতিবেগ ছিল শূন্যে
হঠাৎ শরীরে কাদা, উড়ে আসে তব হাসির শব্দ
চোখ ফেরাতে তোমার হাসিমুখ
আহা! কী এমন ভালো লাগা!
যেন গর্তে যাইনি, গেছি স্বর্গে।

দুর থেকে হাত বাড়াতে, যেন তোমাকে ছুঁতে চাই
হাসিতে হাসিতে তোমার চলে যাওয়া
ধরনির মাঝে যেন তোমার হাসিহীন নাহি কিছু
এ কেমন চলে যাওয়া, যেন হৃদয়টা নিয়ে যাওয়া।
আবেগী মন অপলক দৃষ্টিতে তোমার পানে
ভাবছে হিয়া, তাকাবে কি একবার ফিরে?
তব মম চিত্তে অনুরাগ জন্মাবে তোমাকে ঘিরে
এ কী! প্রকৃতি অবাক, ফের ফিরে চাওয়া!

*লেখক: এম হৃদয়, জো কোণ, সিঙ্গাপুর