হারানোর কিছু নেই আর

অলংকরণ: মাসুক হেলাল

তোমায় ভালোবাসতে ভালোবাসতে নিজেকে ভুলে যাই আমি।
এত ভালোবাসা দিয়ে কী করো তুমি?
তোমাকে ভালোবেসে নিঃস্ব আমায় ভালোবাসার জন্য কাউকে খুঁজেই পাই না
ভিখিরির মতো দরজার এপাশে দাঁড়িয়ে থাকতে থাকতে বিষণ্ন হয়ে পড়ি।

দরজার ওপাশে তোমার সুখের উৎসব—আমার কোনো প্রবেশাধিকার নেই!
রাস্তার এপাড়ে ভেজা চোখে তোমার সুখের মচ্ছব দেখি
আরও সুখী হও বলে মাথায় হাত তুলে আশীর্বাদ করতেও ভুলি না।
তারপর?

তারপর অশ্রুসিক্ত আমি, চোখের জলের প্লাবনে রাস্তায় নামি
এ রাস্তা কোথায় নিয়ে যাবে—নিয়ে যাক এ দিকহীন, ভালোবাসাহীন আমায়
হারানোর আর ভয় নেই কিছুই।

*লেখক: শারমীন বানু আনাম, আমেরিকা