হেমন্তের রং!

অলংকরণ: মাসুক হেলাল

পাতায় পাতায় রং ধরেছে
রঙিন হলো বন,
হিমেল হাওয়ার পরশ পেয়ে
শিহরে তনু মন।
বনান্তে আজি ছড়াল কে ওই
লাল হলুদের আবির?
রংতুলি দিয়ে ক্যানভাসে আঁকা
ছবি যেন এক শিল্পীর।
সোনালি রোদ কিরণ ছড়ায়
সেথায় যখন এসে,
উর্বশী হয়ে সব রং যেন
পড়ছে লুটি হেসে।
রঙিন পল্লব লাগিয়ে নেশা
ধরণির দুটি চোখে,
ঝরে পড়ে সে ধীরে ধীরে
সবুজ ঘাসের বুকে।
আলপনা আঁকি পড়ে রয়
সেথায় বিরহ অনুভবে,
যাবার বেলায় শূন্য বুকে
ভাবছে কি আর দেবে?
অঙ্গে মেখে রঙের আবির
সাঙ্গ হলো খেলা,
নীলাম্বরি আকাশতলে
ফুরিয়ে এল বেলা।
ঝিরিঝিরি হাওয়ায় তখন
লাগে অঙ্গে কাঁপন তার,
বিষণ্ন মনে চলে আয়োজন
আসন্ন বিদায় বেলার।
হেমন্ত বাতাস উড়ায় তারে
এক অজানার পানে,
উড়িয়ে নেয় সে কোন সুদূরে?
কোন সে খানে?