default-image

গাজী আশরাফ হোসেন লিপু। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তাঁর মেয়ে আমিনা আফ্রিদা। ঢাকার স্কলাস্টিকা স্কুলে স্ট্যান্ডার্ড এইটে পড়ে। বিশ্বকাপের এই মৌসুমে আজ থাকছে এ দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. বাংলাদেশ তো প্রিয়ই, এর বাইরে প্রিয় ক্রিকেট দল?
গাজী আশরাফ হোসেন: ওয়েস্ট ইন্ডিজ।
মেয়ে: অস্ট্রেলিয়া।
২. ব্যাটিং না বোলিং, কোনটা বেশি ভালো লাগে?
গাজী আশরাফ হোসেন: ব্যাটসম্যান যত খুশি তত ব্যাট করতে পারলেও বোলাররা ১০ ওভারের বেশি বল করার সুযোগ পায় না। বোলারের স্বাধীনতা খর্ব করা হয়, তাই বোলারের পাশে থাকতে চাই। নিজে ব্যাটসম্যান ছিলাম বলে ব্যাটিংয়ের শৈল্পিক দিকটাও উপভোগ করি।
মেয়ে: ব্যাটিং—চার-ছক্কার মার খুব উপভোগ করি।
৩. প্রিয় ঋতু...
গাজী আশরাফ হোসেন: বর্ষা।
মেয়ে: শীত।

৪. কোন রং ভালো লাগে?
গাজী আশরাফ হোসেন: সাদা আর হালকা হলুদ।
মেয়ে: গাঢ় গোলাপি আর নীল।
৫. কোন ধরনের খাবার পছন্দ করেন?
গাজী আশরাফ হোসেন: পাঁচফোড়ন দিয়ে ভাজি, পরোটা, ভুনা খিচুড়ি ও মাংস।
মেয়ে: ফাস্টফুড। ইলিশ মাছ, পোলাও আর রোস্ট।
৬. কার লেখা ভালো লাগে?
গাজী আশরাফ হোসেন: নিমাই ভট্টাচার্য, আশুতোষ মুখোপাধ্যায়।
মেয়ে: মুহম্মদ জাফর ইকবাল, জন গ্রিন ও নিকোলাস স্পার্কস।
৭. প্রিয় সিনেমা...
গাজী আশরাফ হোসেন: সীমানা পেরিয়ে, সিলসিলা।
মেয়ে: দ্য নোটবুক।
৮. যেখানে যেতে ভালো লাগে...
গাজী আশরাফ হোসেন: যেকোনো উত্তাল সমুদ্রের তীর। আর গ্রামের বাড়ি বিক্রমপুর।
মেয়ে: কক্সবাজার। দেশের বাইরে মালয়েশিয়া।
সাক্ষাৎকার: এম এ হান্নান

বিজ্ঞাপন
সম্পর্ক থেকে আরও পড়ুন
মন্তব্য করুন