আজ কোথায় কি
নাট্যোৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয় নবম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব। আয়োজন করেছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে, প্রতিদিন সন্ধ্যা ছয়টায়।
প্রদর্শনী
১৬তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৪। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩০টি দেশের ১০৪ জন শিল্পীর ২০৪টি শিল্পকর্ম থাকছে এই প্রদর্শনীতে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বেলা একটা থেকে রাত আটটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।
লুকিং আপ অ্যান্ড অ্যাবাভ। রণজিৎ দাসের শিল্পকর্মের প্রদর্শনী। গ্যালারি কায়ায়, উদ্বোধন আজ বিকেল পাঁচটায়। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
বেঙ্গল ফাউন্ডেশনের সংগ্রহ থেকে বাংলাদেশ ও ভারতের ৩৫ জন শিল্পীর নির্বাচিত ৩৫টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী। বেঙ্গল শিল্পালয়ে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
নাসরীন সুলতানার ক্যারিকেচার প্রদর্শনী। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ক্যাফে লা ভেরান্দায়, উদ্বোধন আজ বিকেল পাঁচটায়। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত (রোববার বন্ধ)।
লাইফ ইজ হিয়ার। কনকচাঁপা চাকমার চিত্র প্রদর্শনী। গুলশান অ্যাভিনিউর বেঙ্গল আর্ট লাউঞ্জে, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।
সিটি অব ড্রিমস। কাজী সালাহউদ্দিন আহমেদের চিত্র প্রদর্শনী। শিল্পাঙ্গনে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
রিলম অব পারসেপশন। কায়সার কামালের চিত্র প্রদর্শনী। ঢাকা আর্ট সেন্টারে, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।