দুপুর
নামাজ পড়ে সরাসরি বাসায় চলে আসেন নিশো। এরপর পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খাবার খান। নামাজের পরও সাধারণ পাঞ্জাবি পরেন। তবে বাইরে বের হওয়ার সময় আবহাওয়ার ওপর নির্ভর করে পোশাক বেছে নেন। গরম থাকলে জিনস ও টি-শার্ট পরে বের হন। নিশো জানালেন, ‘যে পোশাক পরে আরাম পাই, সেই পোশাকটিই আমার পরতে ভালো লাগে। এ ক্ষেত্রে পাঞ্জাবিতে আরাম পেলে সেটাই পরে থাকি সারা দিন। ফ্যাশনের পাশাপাশি আরাম আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
বিকেল
বিকেলের সময়টা নিজের জন্য রাখেন আফরান নিশো। বাড়িতেই থাকেন তিনি। বিকেল কীভাবে কাটাবেন, জিজ্ঞেস করাতে নিশো বলেন, ‘এবার ঈদের দিন বিকেলে লংড্রাইভে যাওয়ার ইচ্ছে আছে। এ সময় সাধারণত শার্ট, জিনস ও জুতা পরে বের হয়ে যাই। বিকেলে যদি কোনো দাওয়াত থাকে তাহলে আরও একটু পরিপাটি হয়ে বের হই। সে ক্ষেত্রে পাঞ্জাবির ওপর হয়তো কটি পরব।’
রাত
ঈদের সময় রাতে অনেক দাওয়াত থাকে। পরিবেশ ও আবহাওয়ার ওপর নির্ভর করে বাছাই করে নেন দাওয়াতের পোশাক। ঈদের সময় অতিরিক্ত কাজ করা পোশাক পরেন না কখনোই। সাধারণ কাজ করা পাঞ্জাবি বেশি পরে থাকেন নিশো। জানালেন, রাতের দাওয়াতে কালো পোশাকই প্রথম পছন্দ তাঁর।