পবিত্র আশুরা উপলক্ষে প্রায় চার হাজার গরিব ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ ছাড়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম হাবিব উল্লাহ, পরিচালক মো. আমিন, মো. এমরানুল হক, মোহসিন সাকী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।