পোশাক
একুশের আয়োজন
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দোকানগুলোতে এসেছে নানা ধরনের পোশাক। এখানে তারই এক ঝলক।
কে ক্র্যাফট
একুশের গৌরবগাথা বিষয়গুলো পোশাকে ফুটিয়ে তুলেছে কে ক্র্যাফট। এবারের মোটিফে অনুপ্রেরণার উৎস হিসেবে থাকছে শহীদ মিনার, বর্ণ ও শব্দ মালার বিন্যাস । এ ছাড়া কোলাজ, ঐতিহ্যবাহী, জ্যামিতিক নকশায় সৃজনশীল অলংকরণে তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তা, লম্বা কুর্তা, পাঞ্জাবি, শার্ট ইত্যাদি। শিশুদের জন্য রয়েছে সালোয়ার-কামিজ, কুর্তা, টপ, পাঞ্জাবি, শার্ট ইত্যাদি। তাঁত, সুতি, লিনেন কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার করা হয়েছে। রঙের ক্ষেত্রে নেওয়া হয়েছে কালো, লাল, ধূসর ও সাদা। কে ক্র্যাফটের সকল শাখা ছাড়াও অনলাইনে এবং ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে।
রং বাংলাদেশ
ভাষার মাসে ফ্যাশন হাউস রং বাংলাদেশ তাদের সংগ্রহ সাজিয়েছে জ্যামিতিক নকশাকে ভিত্তি করে। দেশ এবং দেশের বাইরে বাংলাদেশকে তুলে ধরতে চাওয়ার প্রত্যাশায় গড়া সাব ব্র্যান্ড 'আমার বাংলাদেশ'–এর অধীনে তৈরি হয়েছে এসব পোশাক। সাদা, কালো, লাল রঙের সঙ্গে এ বছর একুশে সংগ্রহে যোগ হয়েছে ছাই ও কমলা রং। সুতি, হাফসিল্ক আর লিনেন কাপড়ের ওপরে করা হয়েছে স্ক্রিনপ্রিন্ট। হাতের কাজে করা হয়েছে অলংকরণ।
নিত্য উপহার
সাদা, কালো ও নীল টি-শার্টে তুলে ধরা হয়েছে একুশে ফেব্রুয়ারির নানা নকশা। সুতির শাড়িতেও দেওয়া হয়েছে বিশেষ এ দিবসের ভাবনা।