ভারতের দিল্লিতে চলছে ভারতের ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় উৎসব ল্যাকমে ফ্যাশন উইক। ২২ মার্চ থেকে শুরু হওয়া এই উৎসবের আজ শেষ দিন। দুই বছর পর ‘ফিজিক্যালি’ অনুষ্ঠিত হওয়া ভারতীয় ফ্যাশনের এই ঝলমলে সপ্তাহ নানা দিক থেকেই অনন্য। একদিকে যেমন দুই বছরে ‘জেগে ওঠা’ নতুন তরুণ ডিজাইনাররা অংশ নিয়েছেন, অন্যদিকে প্রতিষ্ঠিত নামকরা অনেক ডিজাইনার উপস্থিত হয়েছেন তাঁদের সেরা কালেকশন নিয়ে। সবার চেষ্টা ছিল পরিচিত কোনো বলিউড তারকাকে নিজের দলে ভেড়ানোর, যাতে কালেকশনের সেরা পোশাক গায়ে তিনি হাঁটেন, আর সব আলো টেনে নেন নিজের দিকে। সেই সূত্রে গত কয়েক বছরের তুলনায় এবার সর্বোচ্চ সংখ্যক বলিউড তারকা অংশ নিয়েছেন এই ফ্যাশন উৎসবে। কৃতি শ্যানন, জাহ্নবী কাপুরের মতো ‘এ লিস্টেড’ তারকারা অংশ নিয়েছেন শেষ দিনের আগেই। একনজরে দেখে নেওয়া যাক সেসবের ছবি।