শনিবার রাতে ছিল আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ের পার্টি। পার্টি শেষ করে ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন ‘ম্যারিড’ রণবীর। কিন্তু পার্টি নিয়ে আলাপ চলছে তো চলছেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠছে একের পর এক ঝাপসা (ব্লারি) ছবি। কেননা, একে তো সেসব রাতে তোলা। তার ওপর সবাই নাচানাচি করছিলেন। সেই পার্টিতে উপস্থিত হয়েছিলেন একঝাঁক বলিউড তারকা। এ বছর চুমকির পোশাক যে পার্টি লুকের ট্রেন্ড, সেই পার্টিতে উপস্থিত কমবেশি সব তারকাই সেটি জানান দিয়েছেন। সেগুলোতে চোখ বুলিয়ে আসা যাক।