এলিট মোবাইলে ৯০ নিয়োগ
এলিট টেকনোলজিস লিমিটেড ২০১২ সাল থেকে বাংলাদেশের টেলিকমিউনিকেশন শিল্পে কাজ করে চলেছে। এলিট টেকনোলজিস লিমিটেডের প্রতিষ্ঠান এলিট মোবাইল জরুরি ভিত্তিতে ৯০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাঁচটি পদে দেশব্যাপী এই জনবল নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ২৬ ডিসেম্বর প্রথম আলোর ১২ নম্বর পৃষ্ঠায় ছাপা হয়েছে।
চ্যানেল স্পেশালিস্ট: চ্যানেল স্পেশালিস্ট পদে ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। মোবাইল কোম্পানিতে কর্মরত অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের প্রাত্যহিক বিক্রয় কার্যক্রমে রুটিন অনুযায়ী অংশগ্রহণ করতে হবে এবং প্রাত্যহিক, সাপ্তাহিক, মাসিক রিপোর্ট তৈরিতে অভিজ্ঞ হতে হবে।
ব্র্যান্ড প্রমোটর: ব্র্যান্ড প্রমোটর পদে সারা দেশে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আগ্রহীদের মোবাইল কোম্পানিতে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোবাইলের বিভিন্ন ফিচার সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার: বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে প্রার্থীদের বার্ষিক ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি, সম্পাদনা এবং মূল্যায়ন জানতে হবে। মোবাইল ফোন ইন্ডাস্ট্রিজের সমসাময়িক জ্ঞান থাকতে হবে। স্ট্র্যাটেজি তৈরি ও বাস্তবায়ন জানতে হবে।
রিটেইল ম্যানেজার: রিটেইল ম্যানেজার পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। বার্ষিক ট্রেড মার্কেটিং প্ল্যান তৈরি, সম্পাদনা ও মূল্যায়ন জানতে হবে। মার্কেট ভিজিবিলিটি বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণে সক্ষম হতে হবে।
এইচআর কো-অর্ডিনেটর: এইচআর কো-অর্ডিনেটর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে এইচ আর অ্যাডমিনিস্ট্রেশন, লিগ্যাল কমপ্লায়েন্স, কোড অব কন্ডাক্ট এবং ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে অভিজ্ঞ হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা তাঁদের জীবনবৃত্তান্ত পিডিএফ আকারে পাঠাতে পারবেন [email protected] ই-মেইল ঠিকানায়। অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করা হবে আগামী ১৫ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত। চ্যানেল স্পেশালিস্ট পদের জন্য যে জেলায় কাজ করতে আগ্রহী, তা উল্লেখ করতে হবে। বিস্তারিত পাওয়া যাবে www.helloelite.com-ওয়েবসাইটে