ওদের প্রতিচ্ছবি
ক্যাম্পাসজীবনের লেখা–ছবি শিক্ষার্থীরা পাঠাতে পারেন প্রথম আলোর রোববারের ক্রোড়পত্র ‘স্বপ্ন নিয়ে’তে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
ফুলেল সুন্দর
নুসরাত জাহান, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
মেঘলা দিনের কোনো এক সুন্দর সকালে এই ছবিটা তোলা। ঝিরিঝিরি বৃষ্টি, শরীর হিম করা বাতাস ছিল। ভূগোলের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা যথারীতি আটটায় তাদের রুটিন ক্লাসে এসেছিল, কিন্তু প্রথম ক্লাসটি হলোই না। সবাই দোতলা থেকে নিচে নেমে এল শরীর হিম করা বাতাস উপভোগ করতে। কিংবা হয়তো খানিকের স্বস্তির জন্য। সাকিব, সায়মা, সামান্তারা মাঠের বিশাল সোনালুগাছের নিচে আড্ডা দিচ্ছিল। কেউ খেয়ালই করেনি আড্ডার সমান্তরালে ঝিরিঝিরি বৃষ্টির জমে থাকা পানিতে ওদের একটা সুন্দর প্রতিচ্ছবি ফুটে উঠেছে। সাদামাটা ছবিটাতে অদ্ভুত রং ছড়িয়ে দিয়েছে হলুদ সোনালু ফুলগুলো। হুট করেই আমার মনে হচ্ছিল, এই হলুদ রং জীবনের, আশার, বন্ধুত্বের, ইতিবাচকতার, তারুণ্যের।
এভাবে কখনো দেখিনি
ফারিয়া মিম, গণিত বিভাগ, ইডেন মহিলা কলেজ
টানা ১৮ মাস বন্ধ ছিল আমাদের কলেজ। কিন্তু যারা হলে থাকত, প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য তারা মাঝেমধ্যে ক্যাম্পাসে ঢোকার অনুমতি পেত। এভাবেই করোনাকালের ছুটিতে একবার আমি পা রেখেছিলাম প্রিয় ইডেন মহিলা কলেজে। ভেতরে ঢুকেই অবাক! যে ক্যাম্পাস সারাক্ষণ শিক্ষার্থীদের কোলাহলে ভরপুর থাকত, সেটাই দেখি একদম ফাঁকা! শূন্যতায় ভরা। লাইব্রেরির সামনে যেতেই দেখি আমাদের লাল বাস দুটো দাঁড়িয়ে। কিন্তু এদিন কারও হইহল্লা নেই, তাড়াহুড়া নেই। ‘এই জায়গা রাখিস’ বলতে বলতে ছুটে এল না কেউ। পুরো জায়গাটাই খাঁ খাঁ করছিল। যে বাসে ভিড়ভাট্টা দেখে আমরা অভ্যস্ত, সেই বাস দুটোকে এভাবে দেখব ভাবিনি। যেন অনন্তকাল ওরা স্থির হয়ে আছে। এই ছবিটার মতো।