কেএফসিতে বার্গার ফেস্ট

কেএফসির বার্গার ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।
কেএফসির বার্গার ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।

বিশ্বখ্যাত চেইন রেস্তোরাঁ কেএফসি সম্প্রতি বাজারে এনেছে বার্গার ফেস্ট নামে বার্গারের নতুন সম্ভার। বাংলাদেশে কেএফসির আউটলেট পরিচালনাকারী ট্রান্সকম ফুডস লিমিটেড এই নতুন খাবার নিয়ে আসে। জিংগার ও হট জিংগার বার্গারসহ নতুন তিনটি স্বাদের এই বার্গার এখন পাওয়া যাবে কেএফসির দোকানগুলোতে। 
মঙ্গলবার রাজধানীর কেএফসির গুলশান শাখায় এর উদ্বোধন হয়। ২ ডিসেম্বর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম ফুডসের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আক্কু চৌধুরী। অতিথি ছিলেন টেলিভিশন উপস্থাপক শারমিন লাকি, সংগীতশিল্পী তপু, অভিনয়শিল্পী বন্যা মির্জা, মুনমুন এবং নৃত্যশিল্পী পূজা সেনগুপ্তা। 
বার্গার ফেস্ট নামের নতুন এই প্যাকেজে আছে জিংগার বার্গার (২৪০ টাকা) এবং হট জিংগার বার্গার (২৫০ টাকা)। সঙ্গে যুক্ত হয়েছে নতুন তিনটি স্বাদ, গ্রিল বার্গার (২৯০ টাকা), ভেজি বার্গার (২৫০ টাকা) ও ফিউশন বার্গার (২৮০ টাকা)। 
আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁ পিৎজা হাট ও কেএফসি যথাক্রমে ২০০৩ ও ২০০৬ সালে রাজধানীর গুলশানে তাদের প্রথম ও প্রধান শাখার মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এ পর্যন্ত ঢাকার গুলশান, ধানমন্ডি, বেইলি রোড, উত্তরা, যমুনা ফিউচার পার্কসহ সিলেট এবং চট্টগ্রামে পিৎজা হাট-এর মোট আটটি শাখা আছে। এ ছাড়া ঢাকার বনানী, ধানমন্ডি, ভাটারা এবং মিরপুরে রয়েছে পিৎজা হাট ডেলিভারির চারটি শাখা। আর কেএফসির মোট ১৩টি শাখা আছে। এর মধ্যে ১০টি ঢাকায়—গুলশান, বনানী, বেইলি রোড, পল্টন, মিরপুর, ধানমন্ডি, লক্ষ্মীবাজার, উত্তরা ও যমুনা ফিউচার পার্কে এবং চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে একটি করে শাখা রয়েছে।