কোরিয়ার তারকা জুটির বিয়ে

দক্ষিণ কোরিয়ার আলোচিত ওয়েব সিরিজ ‘ক্রাশ ল্যান্ডিং অন ইউ’–এর মুখ্য দুই চরিত্রে অভিনয় করেন হুন বিন ও সন ইয়ে–জিন। রোমান্টিক দৃশ্যগুলোয় অভিনয় করতে গিয়ে অ্যাকশন আর কাটের বাইরে মন দেওয়া–নেওয়ার কাজটি সেরে নেন তাঁরা। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ বিয়ের কাজটাও সেরে নিলেন এই জুটি। দেখে নেওয়া যাক এই পাওয়ার কাপলের বিয়ের কয়েকটি ছবি।
১ / ১০
বিয়ের আগে দুই বছর প্রেম করেছেন হুন বিন ও সন ইয়ে–জিন। ৩৯ বছর বয়সী বর এই কনে থেকে এক বছরের ছোট
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
২০২১ সালে এই জুটির প্রেমের কথা জানতে পারে বিশ্ব। তখনই জানিয়েছিলেন, ২০২০ সালের মার্চ মাস থেকে ‘ডেট’ করছেন তাঁরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
‘দ্য নেগোসিয়েশন’ (২০১৮) সিনেমায় আগেও অবশ্য একসঙ্গে অভিনয় করেছেন এই জুটি। যদিও তখন তাঁদের ভেতর কোনো প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
মজার ব্যাপার হলো, ২০১৪ সালের ইন্টারন্যাশনাল ফ্যান্টাসটিক ফিল্ম ফেস্টিভ্যালে পাশাপাশি বসেছিলেন এই জুটি। দুজনের মধ্যে সেবার কেবল হাই–হ্যালো হয়েছিল। আগে দুজন দুজনকে চিনতেনও না। দুজনেরই হাতে উঠেছিল ‘প্রডিউসারস চয়েস অ্যাওয়ার্ড’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
২০১৮ সালে ‘দ্য নেগোসিয়েশন’ মুক্তির পর এই জুটিকে নিয়ে প্রচ্ছদ করে ‘ভোগ কোরিয়া’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
এই সিনেমার প্রিমিয়ারে পাশাপাশি বসেছিলেন এই জুটি। সেই ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। তখন ভক্তরা জানিয়েছিলেন, ব্যক্তিজীবনেও এই জুটিকে একসঙ্গে দেখতে চান তাঁরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
২০১৯ সালে এই জুটিকে দেখা যায় যুক্তরাষ্ট্রের একটা গ্রোসারি শপে কেনাকাটা করতে। যদিও দুজনের পরনে গাঢ় রঙের লম্বা পোশাক, মাথায় ক্যাপ আর চোখে সানগ্লাস ছিল। তবে ভক্তদের চোখ ফাঁকি দিতে পারেননি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
‘ক্রাশ ল্যান্ডিং অন ইউ’ সিরিজটি মুক্তির পর ভক্তরা এই জুটির শুটিংয়ের সময়কার বিভিন্ন হাসি–ঠাট্টার ছবি শেয়ার করে জানান, তাঁরা হুন ও সনকে দম্পতি হিসেবে দেখতে চান। সিরিজটি সব রেকর্ড ভেঙে দুর্দান্ত হিট করে। হিট হয়ে যান এই জুটিও!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
এই সিরিজ মুক্তির পর এই জুটি বুঝতে পারছিলেন না যে তাঁরা সত্যিই একে অপরকে ভালোবাসেন, নাকি ভক্তরা তাঁদের একসঙ্গে দেখতে চান, সেই দাবিতে তাঁরা বন্ধুত্ব থেকে সম্পর্কের দিকে এগিয়েছেন। তাই কিছুদিন তাঁরা দেখাসাক্ষাৎ করা থেকে বিরতি নেন। দুজন দুই শহরে থাকা শুরু করেন। সেই যোগাযোগহীনতায় দুজন দুজনকে প্রচণ্ড মিস করেন। একজন আরেকজনকে বাহ্যিক কোনো প্রভাবক বা চাপ ছাড়াই ভালোবাসেন, দুজনই বিষয়টি নিশ্চিত হন। আর একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত সেই বিরতিতেই নেওয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
বিয়ে হয়েছে দক্ষিণ কোরিয়ার সিউলের অ্যাশটন শেরাটন হাউস এলাকার গ্র্যান্ড ওয়াকারহিল নামের পাঁচ তারকা হোটেলে। বিয়েতে বরের পরনে ছিল সাদা শার্ট, সাদা স্যুট প্যান্ট। আর বউ পরেছিলেন সাদা গাউন। হাতে ছিল স্থানীয় বুনো ফুল
ছবি: ইনস্টাগ্রাম থেকে