ক্যারিয়ার কার্নিভাল

তরুণ শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া এবং মোবাইল ফোন শিল্পে কাজের সুযোগ ও ধরন সম্পর্কে জানাতে গত মঙ্গলবার গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাসে ক্যারিয়ার কার্নিভালের আয়োজন করেছিল মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। কার্নিভালের অংশ হিসেবে ক্যাম্পাসে একটি ক্যারিয়ার বুথ স্থাপন করা হয়েছিল, যেখানে শিক্ষার্থীদের রবিতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এ ছাড়া ক্যারিয়ার বুথে সিভি জমা দেওয়ার সুযোগ পেয়েছেন আইইউটির শিক্ষার্থীরা। রবিতে চাকরির সুযোগ সম্পর্কে জানাতে ‘ক্যারিয়ার অ্যাট রবি’ নামে একটি সেশনের আয়োজন ছিল। পাশাপাশি রবিতে চাকরির অভিজ্ঞতা নিয়ে এশিয়ার বেশ কয়েকটি দেশে আজিয়াটা গ্রুপ অন্যান্য কোম্পানিতে তাদের কাজের সুযোগ পাওয়ার বিষয়টি সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক এম এ মোতালিব বলেন, ‘আমাদের ক্যাম্পাসে ক্যারিয়ার কার্নিভালের আয়োজন করে দ্রুত বর্ধনশীল মোবাইল টেলিযোগাযোগশিল্পে শিক্ষার্থীদের চাকরির সুযোগ সম্পর্কে জানানোর এই ধরনের আয়োজন অনেক সহায়ক হবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির রিসোর্সিংয়ের ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতান। রবির ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক প্ল্যানিংয়ের ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমানসহ আইইউটি অ্যালামনাইয়ের বর্তমান সদস্যরা।