দেয়ালে টানানো ছবির মতো কী যেন একটা লেখা। খানিক তাকালেই স্পষ্ট হবে সেখানে লেখা, ‘ছবি কথা বলে’। বেশ কিছু শব্দও উদ্ধার করতে পারলাম। ‘আনন্দ’, ‘ছুটির দিনে’, ‘অন্য আলো’, ‘কার্তিক’ ‘জয়গুরু’। টাইপোগ্রাপি আর ক্যালিগ্রাফিতে এ রকম আরও অনেক কথা, শব্দ লেখা।

ভার্চ্যুয়াল প্রদর্শনী থেকে নেওয়া একটি স্ক্রিনশট
ছবি: স্ক্রিনশট

বিভিন্ন শিল্পী আর চারুকলার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলছে এই প্রদর্শনী। এমনিতেই জাপানি আর কোরিয়ানরা তাঁদের ভাষার টাইপোগ্রাপি ও ক্যালিগ্রাফিতে পটু। আমাদের চোখ আরবি ভাষার ক্যালিগ্রাফি দেখে অভ্যস্ত। কিন্তু বাংলা ভাষা নিয়ে এ রকম প্রদর্শনী সচরাচর চোখে পড়ে না।  

ধানমন্ডি ও গুলশানে দেয়ালচিত্রও অঙ্কন করা হয়েছে
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চলছে বাংলাসহ বিভিন্ন ভাষার লিপিচিত্র প্রদর্শনী। ক্রেয়ন ম্যাগের উদ্যোগে ১৯ ফেব্রুয়ারি শুরু হয়েছে এই প্রদর্শনী, চলবে ৪ মার্চ পর্যন্ত। ভার্চ্যুয়ালি ছবিগুলো রাখা আছে রাজধানীর আএমকে সেন্টারের অনলাইন গ্যালারিতে। এখানেই রয়েছে নতুন লেখকদের অংশগ্রহণে ওয়েবিনার। ধানমন্ডি ও গুলশানে দেয়ালচিত্রও অঙ্কন করা হয়েছে। আর বাংলা ভাষার লিপিকলা-সংক্রান্ত একটি বই আর ব্রোশিয়ারও প্রকাশিত হয়েছে। এখানে বাংলা, ইংরেজি, কোরিয়ানের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর বর্ণমালা লিপিচিত্রের আদলে অঙ্কন করা আছে।  

ভার্চুয়ালি এই প্রদর্শনী চলবে ৪ মার্চ পর্যন্ত
ছবি: সংগৃহীত

বাংলা ভাষার লিপিমালাকে লিপিচিত্রের আকারে উপস্থাপন করার জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী জ্যামিতিক চিত্রগোলকের নাম অনুসারে এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘মণ্ডল’। প্রদর্শনীর কিউরেটর ছিলেন শিহাব রাহমানিয়া।

প্রদর্শনীর একটি ছবি
ছবি: সংগৃহীত

এখানে বিভিন্ন শিল্পীর নিপুণ হাতে করা বাংলা টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি ও লেটারিং ধরনের লিপিচিত্র প্রদর্শিত হচ্ছে। এই ভার্চ্যুয়াল প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে আছেন গোঁসাই পাহলভি, ফাওয়াজ রব, মুজিবুল হক, সিপাহী রেজা, অনির্বাণ দাস, নিয়াজ উদ্দিন আহমেদ, মাসুমা বিনতে পায়েল, সামিউল ইসলাম, আবু আরসেদসহ আরও অনেকে।

চলছে বাংলা লিপিচিত্রের ভার্চ্যুয়াল প্রদর্শনী
ছবি: সংগৃহীত

এই ঠিকানায় গিয়ে প্রদর্শনীটি ঘুরে আসতে পারেন আপনিও।