চুলে ফুলের সাজ

মাঝে কিছুদিন শুকনো ফুল দিয়ে চুল সাজানোর চল হয়েছিল। তবে তাজা ফুলের আবেদন সব সময়ই চিরন্তন। আগে শুধু খোঁপাতেই ব্যবহার করা হতো ফুল। এখন বেণি, ঝুঁটি এমনকি খোলা চুলেও ঠাঁই পেয়েছে ফুল। বসন্তকালে চারপাশজুড়ে থাকে নানা ফুলের সমারোহ। এসব ফুল দিয়েই সাজাতে পারেন চুল। যেকোনো নিমন্ত্রণেও চলতে পারে এই ফুলের সাজ।

মডেল: কানিজ।
ছবি: সুমন ইউসুফ

চুলের ডান দিকে সিঁথি কেটে নিন। এবার পুরো চুল পেছনে টেনে খোঁপা করুন। পুরো খোঁপায় গুঁজে নিন গাঁদা ফুল। হাতের কাছেই এই ফুল পাওয়া যায়। যেকোনো উৎসব আমন্ত্রণে এই সাজ আপনাকে দেবে সজীবতা।

মডেল: ইশানা
ছবি: সুমন ইউসুফ

দুই বেণি করে নিন। এবার চুলে সীতা পাটির মতো করে পরে নিন পমপমের ফুল। হলুদের আয়োজনে সালোয়ার–কামিজ বা শাড়ির সঙ্গে মানিয়ে যাবে ফুলের এই সাজ।

মডেল: জয়া
ছবি : সুমন ইউসুফ

সামনের চুলগুলো একটু পাফ করে নিন। এবার একটু এলোমেলো করে চুলগুলো আঁচড়ে নিন। এই এলোমেলো চুল দিয়ে একটু উঁচু করে বেঁধে নিন মেসি খোঁপা। এবার চুলের সামনের দিকে গুঁজে নিন একটি ছোট হলুদ ফুল।

মডেল: তানজিন তিশা।
ছবি: কবির হোসেন

চুলের বাঁ দিক থেকে সিঁথি করে নিন। সামনের দুই দিকের চুলগুলোকে টুইস্ট করে পেছনে ক্লিপ আটকে নিন। সব চুল এক দিকে এনে বেণি বেঁধে নিন। বেণিতে গুঁজে দিন পলাশ বা শিমুল ফুল।

মডেল : ইন্দ্রাণী
ছবি: কবির হোসেন

খোলা চুলেও পরতে পারেন ফুল। চুলগুলো মাঝবরাবর সিঁথি করে ছেড়ে রাখুন। এই খোলা চুলের সামনে দুটি ফুল আটকে দিন। পাশ্চাত্য বা দেশীয় যেকোনো পোশাকেই মানাবে চুলের এই সাজ।