ছবিতে অস্কারজয়ীরা
বাংলাদেশে ঘড়িতে তখন সকাল ছয়টা। ততক্ষণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হলিউডের ডলবি থিয়েটারে শুরু হয়ে গেছে এ বছরের বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় উৎসব, ৯৪তম অস্কার! তিন বছর পর আবারও স্বাভাবিক ছন্দে ফিরল এ আয়োজন। শেষ হাসি হেসেছেন তাঁরাই, যাঁরা পেয়েছেন অস্কারের স্পর্শ। দেখে নেওয়া যাক বিজয়ীদের সাজপোশাক ও তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ আনন্দময় সেই মুহূর্ত।