ছবিতে অস্কারজয়ীরা

বাংলাদেশে ঘড়িতে তখন সকাল ছয়টা। ততক্ষণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হলিউডের ডলবি থিয়েটারে শুরু হয়ে গেছে এ বছরের বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় উৎসব, ৯৪তম অস্কার! তিন বছর পর আবারও স্বাভাবিক ছন্দে ফিরল এ আয়োজন। শেষ হাসি হেসেছেন তাঁরাই, যাঁরা পেয়েছেন অস্কারের স্পর্শ। দেখে নেওয়া যাক বিজয়ীদের সাজপোশাক ও তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ আনন্দময় সেই মুহূর্ত।
‘দ্য আইজ অব টেমি ফে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার উঠেছে ৪৫ বছর বয়সী মার্কিন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইনের হাতে। এটি ভ্যানিটি ফেয়ারের পার্টির লালগালিচায় তোলা ছবি। এখানে গাঢ় সবুজ রঙের চকচকে গাউন পরেছেন তিনি
ছবি: রয়টার্স
‘কিং রিচার্ড’ ছবির জন্য ৫৩ বসন্ত পেরিয়ে উইল স্মিথ পেলেন অস্কারের স্পর্শ। যদিও অনেকে বলেন, ‘দ্য পারস্যুট অব হ্যাপিনেস’ (২০০৬) সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য আগেই তাঁর এ পুরস্কারের স্পর্শ পাওয়া উচিত ছিল
ছবি: রয়টার্স
পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রী আরিয়ানা ডিবোস, ‘ওয়েস্ট সাইড স্টোরি’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে ৩১ বছর বয়সেই অস্কারের দেখা পেয়ে গেলেন তিনি
ছবি: রয়টার্স
পার্শ্বচরিত্রের সেরা অভিনেতা হয়েছেন ট্রয় খটসর। ‘কোডা’ ছবিতে জেলে চরিত্রে অভিনয় করেছেন ৫৩ বছর বয়স্ক ট্রয়। জন্মগতভাবে এ বধির অভিনেতা তিন দশকের বেশি সময় ধরে থিয়েটার, টেলিভিশন ও সিনেমায় অভিনয় করছেন। এ প্রথম কোনো বধির অভিনেতার হাতে অস্কার দেখল বিশ্ব
ছবি: রয়টার্স
আরিয়ানাকে অস্কারের রাতের সবচেয়ে সুখী নারী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে
ছবি: রয়টার্স
এক ফ্রেমে সেরাসহ অভিনেত্রী আরিয়ানা ডিবোস (সর্ব বাঁয়ে), সেরাসহ অভিনেতা ট্রয় খটসর ও সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন
ছবি: রয়টার্স
সোনালি আর হালকা বেগুনিরঙা গাউনে অস্কার হাতে তুলেছেন জেসিকা চ্যাস্টেইন
ছবি: রয়টার্স
‘নো টাইম টু ডাই’ গানের জন্য ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে অস্কার জিতেছেন ফিনেস ওকনেল ও তাঁর বোন বিলি আইলিশ
ছবি: রয়টার্স
বিলির পরনে গুচির কালো ফ্রকটি পছন্দ করেনি ফ্যাশন দুনিয়ার কেউ, বলা হয়েছে এটা দেখতে অনেকটা আলখাল্লা বা বিশাল বস্তার মতো
ছবি: রয়টার্স
সেরা সিনেমা হয়েছে ‘কোডা’, ছবিতে ‘কোডাদল’
ছবি: রয়টার্স