জ্বর না থাকা সত্ত্বেও শরীরে হাত দিলে মনে হয় জ্বর আছে, এ সমস্যার সমাধান কী?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক

প্রশ্ন

আমার বয়স ২৪, অবিবাহিত। আমার শরীরের তাপমাত্রা ৯৬-৯৭–এর মধ্যে থাকে। জ্বর না থাকা সত্ত্বেও শরীরে হাত দিলে মনে হয় জ্বর আছে, অর্থাৎ শরীর অনেক গরম থাকে। এ সমস্যার সমাধান কী?

আসাদুজ্জামান

পরামর্শ

থার্মোমিটারে তাপমাত্রা স্বাভাবিক থাকলে এটা জ্বর নয়। এ নিয়ে ভাবনার কিছু নেই। সঙ্গে অন্য কোনো উপসর্গ যেমন কাশি, ওজন হ্রাস, বদহজম, প্রস্রাবের সমস্যা না থাকলে কোনো চিকিৎসক দেখানোরও প্রয়োজন নেই।

পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: [email protected]

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫