তথ্যপ্রযুক্তির উন্নয়নে কাজ করবেন শামিম

শামিম হাফিজ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রেলিসোর্স টেকনোলজিস লিমিটেডে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত। তিনি মূলত বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন ও এমবেডেড সিস্টেম প্রোগ্রামিং নিয়ে কাজ করেন। তাঁর দল মাইক্রোকন্ট্রোলার-ভিত্তিক যন্ত্র দিয়ে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। সাফল্য শামিম ২০০৬ সালে গুগল কোড জ্যামের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পান। এ ছাড়া ২০০৬ সালে ভারতের তামিলনাড়ুর কোয়েমবাটোর সাইটে অংশ নিয়ে তৃতীয় স্থান অধিকার করে তাঁর দল। শামিম জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেন ও বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রশ্ন প্রণয়ন করেন। ভবিষ্যত্ পরিকল্পনাভবিষ্যতে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে যোগ দেওয়ার ইচ্ছা আছে শামিমের এবং একই সঙ্গে দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের উন্নয়নের জন্যও কাজ করে যাবেন এ প্রোগ্রামার।শামিমের বাবা হাফিজ আহমেদ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মা শিরিন আকতার গৃহিণী। দুই ভাই ও এক বোনের মধ্যে শামিম সবার বড়। ফেরদৌস আহমেদ