নেক্সট বিজনেস লিডার হতে..

দেশের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে গ্রামীণফোন। এখানে চাকরি করার স্বপ্ন অনেক তরুণের। চাকরিবাকরির মুখোমুখি হয়ে তার পথসন্ধান দিয়েছেন গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মোহাম্মাদ শাহেদ

চাকরিবাকরি: গ্রামীণফোনের চাকরিতে তরুণদের অগ্রাধিকার কেমন?

কাজী মোহাম্মাদ শাহেদ: প্রতিভাবান তরুণ-তরুণীদের জন্য গ্রামীণফোনে চাকরির ভালো সুযোগ রয়েছে। গ্রামীণফোন ‘নেক্সট বিজনেস লিডার’ নামে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রকল্পের আওতায় প্রতিশ্রুতিশীল তরুণ-তরুণীদের নিয়োগ দেয় এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তাঁদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা হয়ে থাকে।

চা.বা: এ বছর গ্রামীণফোনে নতুন কত নিয়োগ হয়েছে?

শাহেদ: এ বছর এ পর্যন্ত গ্রামীণফোনে ৬৪ জন ফ্রেশার বা নতুন নিয়োগ হয়েছে। এটা নির্ভর করে শূন্য বা নতুন পদে প্রয়োজনের ওপর।

চা.বা: নতুন বা ফ্রেশারদের কোন কোন বিভাগে কাজের সুযোগ আছে?

শাহেদ: প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোনের প্রযুক্তি বিভাগে নতুনদের চাকরির সুযোগ রয়েছে। এ ছাড়া অন্যান্য বিভাগেও কাজের সুযোগ রয়েছে। গ্রামীণফোনে শিক্ষানবিশ বা অ্যাপ্রেনটিসশিপ প্রকল্পের আওতায় গ্রামীণফোনের গ্রাহকসেবা বিভাগে এ শিক্ষার্থীদের কাজের সুযোগ রয়েছে।

চা.বা: কোন কোন পদে নতুন বা ফ্রেশারদের নেওয়া হয়?

শাহেদ: সিস্টেম ইঞ্জিনিয়ার ও নেক্সট বিজনেস লিডার বা ম্যানেজমেন্ট ট্রেইনি পদে সাধারণত নতুন বা ফ্রেশারদের নেওয়া হয়। তবে প্রতিষ্ঠানের প্রয়োজনে অন্যান্য পদেও নতুনদের নিয়োগ দেওয়া হয়।

চা.বা: এসব পদের কোনটির জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগে?

শাহেদ: সিস্টেম ইঞ্জিনিয়ার ও নেক্সট বিজনেস লিডার বা ম্যানেজমেন্ট ট্রেইনি পদে যথাক্রমে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেলিযোগাযোগ, কম্পিউটার বিজ্ঞান প্রভৃতিতে বিএসসি ও ব্যবসায় প্রশাসন ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়।

চা.বা: পড়ালেখার পাশাপাশি আর কোন ধরনের যোগ্যতায় আপনারা গুরুত্ব দেন?

শাহেদ: নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে গ্রামীণফোন যথাযথ যোগাযোগে সক্ষমতা, শিক্ষাজীবনে পাঠক্রমবহির্ভূত কার্যক্রম থেকে অর্জিত নেতৃত্বের গুণাবলি, দলবদ্ধভাবে সম্পাদিত কাজে আগ্রহ, গ্রাহককেন্দ্রিক মনোভাব ইত্যাদি বিষয় বিবেচনা করে। সুতরাং পড়ালেখার পাশাপাশি এ বিষয়গুলোর চর্চা চাকরিপ্রার্থীকে সাহায্য করতে পারে।

চা.বা: গ্রামীণফোনে নিয়োগের বিষয়টি কীভাবে জানা যাবে?

শাহেদ: গ্রামীণফোনের নিয়োগ-প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয়ে থাকে। গ্রামীণফোনের চাকরির বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের করপোরেট ওয়েবসাইটের ক্যারিয়ার পেজে পাওয়া যাবে। চাকরিপ্রার্থী নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ অনলাইনেই জানতে পারবেন।

বিস্তারিত জানতে পারেন