নৌবাহিনী নেবে ৭৯ লোক

বাংলাদেশ নৌবাহিনী ৭৯টি বেসামরিক কর্মচারী (কারিগরি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলো হলো: জুনিয়র ইনস্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল) পদে ১ জন, জুনিয়র ইনস্ট্রাক্টর (রেডিও ইলেকট্রিক্যাল) পদে ১ জন, জুনিয়র ইনস্ট্রাক্টর (কম্পিউটার অপারেশন) পদে ১ জন, জুনিয়র ইনস্ট্রাক্টর (কম্পিউটার মেইনটেন্যান্স) পদে ২ জন, জুনিয়র ইনস্ট্রাক্টর (মেরিন ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল) পদে ১ জন, জুনিয়র ইনস্ট্রাক্টর (মেরিন ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল) পদে ১ জন, জুনিয়র ইনস্ট্রাক্টর (মেশিনিস্ট) পদে ১ জন, জুনিয়র ইনস্ট্রাক্টর (ওয়েল্ডিং) পদে ১ জন, জুনিয়র ইনস্ট্রাক্টর (ড্রয়িং) পদে ১ জন, জুনিয়র ইনস্ট্রাক্টর (পদার্থবিদ্যা) পদে ২ জন, সহকারী লিডিংম্যান পদে ২ জন, হাইলি স্কিলড মিস্ত্রি পদে ১১ জন, হাইলি স্কিলড (গ্রেড-১) পদে ১২ জন, হাইলি স্কিলড (গ্রেড-২) পদে ১৫ জন, স্কিলড গ্রেড পদে ১২ জন, সেমি স্কিলড (গ্রেড-১) পদে ৮ জন এবং সেমি স্কিলড (গ্রেড-২) পদে ৭ জন।

আবেদনের প্রক্রিয়া: ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, দিনাজপুর, সিরাজগঞ্জ, রংপুর, সিলেট জেলার প্রার্থীরাই শুধু ওপরে উল্লেখিত প্রথম পাঁচটি পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৬। এই তারিখ পর্যন্ত আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পাঠাতে পারবেন ‘পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩’ ঠিকানায়।