রূপ নকশা
পূজার দিনে চুলের সাজ
পূজা মানেই দিনভর ঘুরে বেড়ানোর উৎসব। এ সময় চুলের বাঁধন আরামদায়ক হওয়া ভালো। এতে ঘোরাফেরায় কোনো সমস্যা হবে না। আবার চুলের সাজটা যেন পোশাকের সঙ্গে মানানসই হয়, সেদিকেও রাখতে হবে বিশেষ খেয়াল।
পূজার এই কয়েক দিন কোন পোশাকের সঙ্গে কেমনভাবে চুল সাজাবেন, চলুন তার কয়েকটি নমুনা দেখে নিই।
দিনে সাধারণত চুলের জমকালো সাজ এড়িয়ে যেতে পারেন। শাড়ির সঙ্গে এই সময় বেঁধে নিতে পারেন একটু উঁচু করে পনিটেইল। চাইলে সামনে একটু পাফ করে নিতে পারেন। এই চুলের সাজ যেমন আরাম দেবে, তেমনি আপনাকে দেবে ট্রেন্ডি লুক।
লম্বা কামিজের সঙ্গে একটু টেনে চুল বাঁধলেই বেশি ভালো দেখায়। মাঝখানে সিঁথি করে নিন। এবার দুই পাশের চুল টেনে খোঁপা করে নিলেই ব্যস, তৈরি আপনি পূজার সাজে।
স্কার্ট বা একটু পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গে চুল খোলা রাখলেই ভালো দেখায়। এ ধরনের পোশাকের সঙ্গে যদি চুল খোলা রাখতে মন চায়, তবে তা–ও রাখতে পারেন। এ ক্ষেত্রে সামনের দিকে সিঁথি করে চুলগুলো দুই পাশে টুইস্ট করে নিন। পেছনের চুল খোলা থাকলেও সামনে এমনভাবে বাঁধলে পূজায় সারা দিন ঘোরাফেরায় খুব একটা বিঘ্ন সৃষ্টি করবে না।