রঙ বাংলাদেশ
শারদীয় উৎসব সামনে রেখে নতুন সংগ্রহ এনেছে রঙ বাংলাদেশ। নকশার বিষয়বস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে মন্দির, প্রতীক, দেবীর অলংকার, শতরঞ্জি। সুতি, হাফসিল্ক, সেমি পিউর, লিনেন কাপড়ে নকশা করা হয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, প্যাঁচ ওয়ার্ক ও কারচুপির। লাল, নীল, কমলা, হলুদ, বাদামি, জলপাই ও গেরুয়া রঙের শাড়ি, সালোয়ার–কামিজ, ওড়না, পাঞ্জাবি, টি–শার্ট, শার্ট, ধুতি, উত্তরীয় পাওয়া যাবে। এ ছাড়া পরিবারের সদস্য ও যুগলদের জন্য রয়েছে একই রঙের মেলানো পোশাক।
কে ক্র্যাফট
জামদানি মোটিফের শাড়ি, সালোয়ার–কামিজ, লম্বা কুর্তি, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া ও শিশুদের পোশাক এনেছে কে ক্র্যাফট। এ ছাড়া মা ও মেয়ের কুর্তা, বাবা ও ছেলের পাঞ্জাবি করা হয়েছে একই রকম। এ ছাড়া যুগলদের জন্য একই রকম নকশার শাড়ি ও পাঞ্জাবি পাওয়া যাবে। লিনেন ও সুতি কাপড়ে শুভ্র কাশবন, মেঘের ভেলা ও প্রশান্ত নীল আকাশকে ফুটিয়ে তোলা হয়েছে।
সারা লাইফস্টাইল
দুর্গোৎসবে সারা লাইফস্টাইলের মেয়েদের সংগ্রহে থাকছে কুর্তি, টপ, সালোয়ার–কামিজ, এথনিক, শার্ট, লন কামিজ, পালাজ্জো এবং ডেনিম পোশাক, শাড়ি ও কাফতান।
ছেলেদের জন্য সারার পূজার সংগ্রহে থাকছে পাঞ্জাবি, ফতুয়া, কাতুয়া, টি-শার্ট, ডেনিম ইত্যাদি। আরও থাকছে শার্ট, চিনো প্যান্ট, ডেনিম প্যান্ট, পায়জামা। পাশাপাশি বাবা-ছেলের জন্য একই ডিজাইনের পাঞ্জাবিও থাকছে। শিশুদের জন্য ফ্যাশন টপ, ফ্রক, সালোয়ার–কামিজ,পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট ও প্যান্ট সেট, সিঙ্গেল শার্ট, সিঙ্গেল প্যান্ট ইত্যাদি। আবহাওয়ার বিষয়টিকে মাথায় রেখে সুতি, ভিসকস, সার্টিন, নেট, ডেনিম ও টুইল, জ্যাকার্ড সুতি, ডবি সুতি, জর্জেট, সিল্ক কাপড় ব্যবহার হয়েছে। ক্রেতারা এসব পোশাক পেয়ে যাবেন ৫০০ থেকে ৫০০০–এর মধ্যে।