প্রেমিকের ক্যামেরায় প্রেমিকার এক ডজন ছবি
বলিউড তারকা শ্রদ্ধা কাপুরের প্রেমিকের নাম কী? প্রশ্নটা অনেকের কাছেই কমন পড়বে। কেননা, বেশ কিছুদিন ধরে বলিউডের অলিগলিতে শোনা যাচ্ছে তাঁদের বিয়ের ফিসফাস। পাত্র আর কেউ নয়, বলিউডের নামকরা সেলিব্রিটি ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠ। শ্রদ্ধা আর রোহান দুজনে বেশ আগের বন্ধু। একটা পার্টিতে দেখা হয়েছিল তাঁদের। দেখা হবার পর মনে হলো, বন্ধু হলে মন্দ হয় না। বন্ধু হবার পর দুজনেরই মনে হলো, সম্পর্কটা প্রেম পর্যন্ত গড়ানো থেকে কেউ আটকাতে পারছেন না। রোহানের বাবা রাকেশ শ্রেষ্ঠও বলিউডের সেলিব্রিটি ফটোগ্রাফার। তিনি ছেলের এ সম্পর্ক নিয়ে খুবই খুশি। এমনিতেই প্রেমিক প্রেমকার ছবি তুলে দেন, এটা একটা কমন চিত্র। হাতে নাকি ক্যামেরা থাকলে নারীদের দৃষ্টি আকর্ষণ সহজ হয়। সে যা–ই হোক, দেখে নেওয়া যাক রোহানের ক্যামেরায় শ্রদ্ধার কয়েকটি ছবি।
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২
সমস্ত ছবি রোহান শ্রেষ্ঠর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া।