প্র শ্নো ত্ত র

প্রশ্ন: গলায় কিছু আটকে গেলে তাৎক্ষণিক কী করা উচিত?
উত্তর: গলায় কিছু আটকে গেলে আঙুলের সাহায্যে দিয়ে গুঁতা দিয়ে বের করার চেষ্টা করা উচিত নয়। নিজে নিজে আঙুল দিয়ে বের করার চেষ্টা করলে হিতে বিপরীত হতে পারে। গলায় আটকে যাওয়া বস্তু আরও ভেতরে খাদ্যনালি বা শ্বাসনালিতে ঢুকতে পারে। এমনকি শ্বাসনালির ভেতরে ঢুকে তা বন্ধ করে দিতে পারে। গলা পরীক্ষা করে যদি দেখা যায় বস্তুটি টনসিল বা খাদ্যনালির ওপরে আছে, তাহলে সেটি সহজেই বের করে আনা যায়। আর যদি খাদ্যনালি না শ্বাসনালিতে আটকে যায়, তাহলে অজ্ঞান করে বের করতে হয়। তাই আক্রান্ত ব্যক্তিকে দ্রুত নাক, কান ও গলা বিশেষজ্ঞের কাছে নেওয়া উচিত।  অধ্যাপক খবিরউদ্দিন আহমেদ, নাক, কান ও গলা বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল।