শুরু হয়ে গেছে ৭৪তম কান চলচ্চিত্র উৎসব। আজ কান উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
ছবির প্রিমিয়ারে বাঁধন উপস্থিত হয়েছিলেন জামদানি শাড়ি পরে। চাঁপা জলপাই রঙের এই শাড়িতে ছিল নিঁখুত নকশা। শাড়ির সঙ্গে পরেছিলেন রুপার গয়না। ব্লাউজের সঙ্গে গলার মালাটি আগে থেকেই আটকে নেওয়া। চুল ছিল আটোঁসাটোঁ খোঁপা করা। সাজপোশাকের সবকিছুই ফ্যাশন হাউস আড়ং থেকে দেওয়া হয়েছে বলে জানালেন আজমেরী হক বাঁধন।
ফ্রান্সের কান থেকে সন্ধ্যায় প্রথম আলোকে বাঁধন বলেন, ‘আমি চেয়েছিলাম বাংলাদেশকে উপস্থাপন করবে এমন কোনো পোশাক পরব। সেভাবেই সেজেছি আজ। জামদানি যেহেতু আমাদের, তাই এটি বেছে নিয়েছি।’