বাছাই চাকরি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা।
পদের সংখ্যা: ২০।
বয়স: ৩১-১২-২০১৫ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞান বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক বা বিজ্ঞানে ১ম শ্রেণির স্নাতকোত্তর বা ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
বেতন: বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা।
আবেদনের ঠিকানা: আবেদনকারীদের নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন করতে হবে। চাকরির আবেদন ফরমটি www.bari.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্র মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুর বরাবর ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য সনদপত্র/প্রশংসাপত্রের সত্যায়িত কপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত চার কপি রঙিন ছবি, নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা ও স্থায়ী নিবাস সনদপত্র এবং মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুরের অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড, বিএআরআই শাখা, জয়দেবপুর, গাজীপুর বরাবর সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। প্রার্থীকে খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০১৬।
বঙ্গজ লিমিটেড
পদের নাম: প্রোডাকশন সুপারভাইজার।
পদের সংখ্যা: ৩।
যোগ্যতা: স্নাতক/এইচএসসি।
অভিজ্ঞতা: কোনো প্রতিষ্ঠিত উৎপাদিত বিস্কুট কারখানায় উৎপাদন ও পরিদর্শনকাজের ৪ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ (জীবনবৃত্তান্ত, ভোটার আইডি কার্ড, জাতীয়তার সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি) মানবসম্পদ বিভাগ, বঙ্গজ লিমিটেড, সাউথ অ্যাভিনিউ টাওয়ার (৬ষ্ঠ তলা), বাড়ি-৫০, রোড-৩, গুলশান-১, ঢাকা-১২১২—এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০১৬।
সূত্র: ৩০ জানুয়ারির প্রথম আলো, পৃ. ১৫।