বাবা দিবসে উপহার হিসেবে দিতে পারেন যেসব জিনিস

বাবা দিবসের উপহারে প্রকাশ পাক ভালোবাসাছবি: নকশা

আসছে বাবা দিবস। এ বছর ১৯ জুন দিনটি পালন করা হবে। ভালোবাসা জানানোর জন্য নির্দিষ্ট দিনের প্রয়োজন আছে কি? এই তর্ক ছিল, আছে, থাকবে। তবে একটি দিন ভালোবাসা প্রকাশ করার জন্য বেছে নিলে মন্দ হয় না।

এখন বেশ ঘটা করে কেক কেটে দিনটি উদ্‌যাপন করে সন্তানেরা। বাবা দিবসের জন্য নানা ধরনের উপহার নিয়ে ইতিমধ্যেই দোকানগুলো প্রস্তুত। উপহার হিসেবে নানা রকম জিনিস কে না তো যায়ই। পাশাপাশি অনেকে আবার বাবাকে নিয়ে ভ্রমণে যাচ্ছেন। সারাদিন হয়তো বাবার সঙ্গে সময় কাটিয়েই পার করে দিচ্ছেন। উপহার ছোট হোক কিংবা বড়, এর মধ্যে দিয়েই প্রকাশ পায় বাবার প্রতি আপনার অনুভূতি।

ছবি: নকশা

প্রতি দিনের প্রয়োজনীয় জিনিসগুলোই থাকতে পারে উপহারের তালিকায়। কলম থেকে শুরু করে ঘড়ি, সুগন্ধি একটি বাক্সের মধ্যে সব গুছিয়ে দেওয়া যায়।

ছবি: নকশা

গাছ ভালোবাসেন এমন অনেক বাবাই আছেন। এখন তো বৃক্ষমেলাও চলছে। সেখান থেকেই না হলে কিনে দিলেন নানা রকম গাছ।

ছবি: নকশা

মগ, প্রসাধনী সামগ্রী নোটবই—এমন নানা কিছুই থাকতে পারে বাবার জন্য উপহার হিসেবে।

ছবি: নকশা

উপহারটি যত্ন করে কাগজ দিয়ে মোড়ান। প্যাকেট করার সময় নকশায় আনতে পারেন এমন ভিন্নতা।