রংধনু ইউসিএলসির শিক্ষার্থীরা জানল মুক্তিযুদ্ধের ইতিহাস

ভাষা আন্দোলন কবে হয়েছে? মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? তোমরা যে মোহাম্মদপুরে আছ, একাত্তরে এখানে কী হয়েছিল জানো?

প্রশ্নগুলো শুনে খুদে শিক্ষার্থীদের কেউ কেউ উত্তর দেওয়ার চেষ্টা করল, কেউবা থাকল নীরব। তবে সরব হয়ে উঠলেন প্রশ্নকর্তারা। প্রশ্ন ধরে ধরে ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানিয়ে দিলেন তাদের। নতুন কিছু শেখার আনন্দ ফুটে উঠল শিক্ষার্থীদের চোখেমুখে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারীদের ভ্রমণ সংগঠন ট্রাভেলেটস অব বাংলাদেশ–ভ্রমণকন্যার সদস্যরা হাজির হয়েছিলেন রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত রংধনু ইউসিএলসিতে (আরবান কমিউনিটি লার্নিং সেন্টার)। ঢাকা আহছানিয়া মিশনের এই শিক্ষাপ্রতিষ্ঠানে নগরীর সুবিধাবঞ্চিত শিশুরা পড়াশোনা করে। তাদেরই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানিয়েছে ভ্রমণকন্যারা। অনুষ্ঠানে শিশু-কিশোরদের শুধু মুক্তিযুদ্ধের ইতিহাসই নয়, শিখিয়েছে নিজেকে সুরক্ষিত রাখার কৌশলও।

রংধনু ইউসিএলসির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ভ্রমণকন্যার সদস্যরা
ছবি: সংগৃহীত

ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যার এই আয়োজনটি জেন্ডার ইকুইটি অ্যান্ড এমপাওয়ারমেন্ট (জিপ) কর্মসূচির আওতায় হয়েছে। শুরুতে কর্মসূচির সমন্বয়ক নুসরাত জাহান ট্রাভেলেটস অব বাংলাদেশ–ভ্রমণকন্যা এবং জিপ কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে কথা বলেন স্বেচ্ছাসেবক উম্মে হানি, পরিবেশ রক্ষায় সচেতন করেন সাকিব হোসেন, ‘ভালো স্পর্শ, মন্দ স্পর্শ’ নিয়ে বলেন তাসজিদি তাইয়্যেবা, আত্মরক্ষার কৌশল দেখান কোবরায়ে হোসনা, বয়ঃসন্ধিকালীন সমস্যা নিয়ে কথা বলেন নুরুননেসা হ্যাপি এবং হালিমাতুছ সারা তানহা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন রংধনু ইউসিএলসির প্রধান শিক্ষক হাসিনা বেগমসহ অন্য শিক্ষকেরা। হাসিনা বেগম বলেন, এ ধরনের আয়োজন তাঁদের শিক্ষার্থীদের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে।

শিক্ষার্থীরাও দারুণ অনুপ্রাণিত হয়েছে জিপের এই আয়োজনে অংশ নিয়ে। তাদেরই একজন সপ্তম শ্রেণির রত্না। অনুষ্ঠান শেষে সে বলছিল, এ ধরনের প্রোগ্রাম তাদের বিদ্যালয়ে প্রথমবারের মতো হলো। অনেক নতুন জিনিস শিখতে পারলাম।